সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

সৌদিতে ৬০০ স্থানে মদ বিক্রির লাইসেন্স, অস্বীকার করল দেশটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরব মদের ওপর থাকা ৭৩ বছরের নিষেধাজ্ঞা তুলে দিয়ে আগামী বছর থেকে ৬০০ স্থানে মদ বিক্রির পরিকল্পনা করছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়েছে। তবে সোমবার (২৬ মে) দেশটির এক কর্মকর্তা এ তথ্য অস্বীকার করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপ উপলক্ষ্যে ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে ফাইভ স্টার হোটেল, টুরিস্ট স্পটসহ অন্তত ৬০০টি জায়গায় ২০২৬ সাল থেকে মদ বিক্রির লাইসেন্স দিতে যাচ্ছে সৌদির সরকার।

এমন খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কারণ সৌদি হলো ইসলামের জন্মস্থান। যেখানে মদ কঠোরভাবে নিষিদ্ধ। আবার সৌদির বাদশাহ ইসলামের দুই পবিত্র স্থান কাবা শরীফ ও মসজিদে নববীর অভিভাবক।

বিষয়টি অস্বীকার করে সৌদির কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, গত সপ্তাহে মদ বিষয়ক একটি ব্লগে এ বিষয়টি প্রথম জানানো হয়। এরপর বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে। কিন্তু এতে কোনো সূত্রের কথা উল্লেখ করা হয়নি।

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদির পর্যটন খাতকে সমৃদ্ধ করার জন্য বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর দেশটির কূটনীতি পাড়াতে মদের দোকান খোলা হয়। যেখানে অমুসলিম দেশগুলোর কূটনীতিকরা চাইলে মদ কিনতে পারেন।

তাই নতুন ৬০০ স্থানে মদ বিক্রির যে তথ্য বেরিয়েছে সেটি অনেকে বিশ্বাস করেন। তবে নাম প্রকাশ না করে সৌদির ওই কর্মকর্তা বলেছেন, তারা এমন কোনো উদ্যোগ নেননি।

সূত্র: রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ