সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

পুতিনের হেলিকপ্টারে হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হেলিকপ্টারকে নিশানা করেছে ইউক্রেন। দেশটি তার হেলিকপ্টারে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে। তবে আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এসব ড্রোনের মোকাবিলা করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

সোমবার (২৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের হেলিকপ্টারের ওপর ইউক্রেন কর্তৃক একটি সম্ভাব্য হত্যা প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার একজন সামরিক কর্মকর্তা। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি ডাশকিন জানিয়েছেন, গত ২০ মে কুরম্ক অঞ্চলে পুতিনের সফরের সময় ইউক্রেনের একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়।

রাশিয়ার সংবাদ সংস্থা আরবিসি’র বরাতে জানা গেছে, হামলার সময় পুতিনের হেলিকপ্টারটি আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল। এটিকে নিশানা করে এ হামলা চালায় ইউক্রেন।

কমান্ডার ডাশকিন জানান, ২০ থেকে ২২ মে পর্যন্ত রাশিয়া ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার মুখে পড়ে, যেখানে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় এক হাজার ১৭০টি ড্রোন ধ্বংস করে। তিনি বলেন, প্রেসিডেন্টের হেলিকপ্টার কুরস্ক অঞ্চলের আকাশসীমায় থাকাকালীন হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আমরা একই সঙ্গে বিমান যুদ্ধে লিপ্ত ছিলাম এবং প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করেছি।

তিনি আরও জানান, পুতিনের হেলিকপ্টারের ফ্লাইট পথের দিকে এগিয়ে আসা একটি ড্রোন শনাক্ত করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দ্বারা প্রতিহত করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া প্রেসিডেন্ট তার সফর অব্যাহত রেখেছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ