বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ।। ২ শ্রাবণ ১৪৩২ ।। ২২ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরে ট্রাকের ঢাক্কায় দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক গুরুতর আহত পলাতক শক্তির উস্কানি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে ইরাকের শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫০ ছোটদের জন্য বড় শিক্ষা: মুফতি মুহম্মাদুল্লাহর নবী-রাসুল সিরিজ সিনেমা ও গানের কার্যক্রম বাড়ানোর নির্দেশনা সৌদি কর্তৃপক্ষের! ‘বিচার না হওয়ায় আজও সক্রিয় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা’ হাজিদের টাকা ফেরত নিয়ে মন্ত্রণালয়ের সতর্ক বার্তা নিম গাছ: প্রকৃতির প্রাকৃতিক এসি ও পরিবেশ রক্ষার নীরব নায়ক বালুচিস্তানে যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় নিহত ৩, আহত ৭ সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের ড্রোন হামলা

গোপালগঞ্জে এনসিপি-আওয়ামী সংঘর্ষে নিহত ৪, ২২ ঘণ্টার কারফিউ জারি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার (১৫ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২২ ঘণ্টার কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এনসিপি (ন্যাশনাল কনসেনসাস পার্টি)-র পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়াতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী রূপ নেয়।

সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। আহত হয়েছেন আরও অনেক। তবে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় বা সংখ্যা নিশ্চিত করা হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন বুধবার রাত থেকে শহরে কারফিউ ঘোষণা করে। শহরের প্রবেশপথগুলোতে পুলিশের কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারফিউ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল দিচ্ছে। মাইকিং করে জনগণকে বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে, বৃহস্পতিবার সকাল থেকে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষজন জরুরি প্রয়োজনে রাস্তায় বের হতে দেখা গেছে। শহরে লোকজনের চলাচল তুলনামূলকভাবে কম। মাঝে মাঝে দুই-একটি রিকশা চলাচল করছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংঘর্ষ, মামলা বা গ্রেপ্তারের বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য না করে বলেন, "পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা প্রয়োজন, তা করা হবে।"

এদিকে, পুরো শহরে সংঘর্ষ পরবর্তী থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ