বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ।। ২ শ্রাবণ ১৪৩২ ।। ২২ মহর্‌রম ১৪৪৭


ছোটদের জন্য বড় শিক্ষা: মুফতি মুহম্মাদুল্লাহর নবী-রাসুল সিরিজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

নবী-রাসূলদের পাঠানো হয়েছে মানুষের পথনির্দেশের জন্য। তাঁরা ছিলেন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত শ্রেষ্ঠ মানুষ, যারা মানুষকে সত্য-সুন্দরের পথে ডেকে এনেছেন, ন্যায়-নীতির শিক্ষা দিয়েছেন, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলার আদর্শ দেখিয়েছেন। তাঁদের জীবনী মানেই হল জীবনের সঠিক মানচিত্র।

বিশেষ করে ছোটদের জন্য নবী-রাসূলদের জীবনী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশবেই যদি তারা সত্য, সততা, ধৈর্য, আত্মত্যাগ ও আল্লাহভীতির শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে তারা ভবিষ্যতে এক আদর্শ মানুষ হয়ে উঠবে। শিশুদের নৈতিক গঠনে নবী-রাসূলদের জীবনী পাঠ এক অনন্য ভূমিকা রাখতে পারে। কারণ শিশুদের মনে গল্প সহজে গেঁথে যায়—আর যদি সেই গল্প হয় সত্য ও অনুপ্রেরণাদায়ী, তবে তা তাদের জীবনের পথপ্রদর্শক হয়ে ওঠে। সেজন্যই নবী-রাসূলদের জীবনী পাঠ শুধুই একটি জ্ঞানচর্চা নয়, বরং চরিত্র গঠনের এক মজবুত ভিত্তি। এই প্রেক্ষাপটে হামদান প্রকাশনী প্রকাশ করেছে মুফতি মুহম্মাদুল্লাহ রচিত ‘নবী-রাসুল গল্প সিরিজ’, যা ছোটদের জন্য একটি দুর্দান্ত উপহার।

এই সিরিজে প্রতিটি নবী-রাসুলের জীবনকাহিনি সহজ ভাষায়, গল্পের ঢংয়ে উপস্থাপন করা হয়েছে। লেখক শিশুদের মানসিকতা ও ভাষার ধরন বিবেচনায় রেখে প্রতিটি গল্প সাজিয়েছেন সাবলীলভাবে। কোথাও জটিল ব্যাখ্যা নেই, আবার ধর্মীয় ভাবগাম্ভীর্যও বজায় রাখা হয়েছে। প্রতিটি গল্প সংক্ষিপ্ত ও মনোযোগ ধরে রাখার মতো। প্রতিটি গল্পে নৈতিক শিক্ষা ও আল্লাহর বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠেছে। সেই সাথে প্রতিটি গল্পে রয়েছে চমৎকার উপসংহার। সুন্দর অলংকরণ ও মনকাড়া ছাপাও বইগুলোকে করে তুলেছে অনবদ্য।

সিরিজটি পাঠকদের মনে নবী-রাসুলদের প্রতি ভালোবাসা ও অনুসরণ করার আগ্রহ জাগাবে নিসন্দেহে। ইসলামি শিক্ষা শিশুর মনে বপন করতে চাইলে এই সিরিজ হতে পারে আদর্শ একটি মাধ্যম।

মুফতি মুহম্মাদুল্লাহর নবী-রাসুল গল্প সিরিজ কেবল শিশুদের জন্য লেখা বই নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে নবীদের আদর্শ প্রতিষ্ঠার এক দুর্লভ প্রচেষ্টা। অভিভাবকরা নিশ্চিন্তে বইগুলো তাদের সন্তানের হাতে তুলে দিতে পারেন।

যোগাযোগ : হামদান প্রকাশন, ইসলামী টাওয়ার, ২য় তলা, বাংলাবাজার, ঢাকা। মোবাইল-০১৮১২৭৯১৫১২

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ