রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হাফেজ্জী হুজুরের নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি রোজাকে পূজার সঙ্গে তুলনা, জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ক্ষমা চাইলেন তর্কে জড়ানো সেই চিকিৎসক বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে তারা শিরক করছে: তারেক রহমান বিভাগীয় সমাবেশ সফল করায় পীর সাহেব চরমোনাইয়ের কৃতজ্ঞতা খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থীর মোটরসাইকেল শোডাউন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক আফতাবনগর মাদরাসার দুই দিনব্যাপী ইসলাহি ইজতেমা সম্পন্ন আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

ছোটদের জন্য বড় শিক্ষা: মুফতি মুহম্মাদুল্লাহর নবী-রাসুল সিরিজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

নবী-রাসূলদের পাঠানো হয়েছে মানুষের পথনির্দেশের জন্য। তাঁরা ছিলেন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত শ্রেষ্ঠ মানুষ, যারা মানুষকে সত্য-সুন্দরের পথে ডেকে এনেছেন, ন্যায়-নীতির শিক্ষা দিয়েছেন, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলার আদর্শ দেখিয়েছেন। তাঁদের জীবনী মানেই হল জীবনের সঠিক মানচিত্র।

বিশেষ করে ছোটদের জন্য নবী-রাসূলদের জীবনী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশবেই যদি তারা সত্য, সততা, ধৈর্য, আত্মত্যাগ ও আল্লাহভীতির শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে তারা ভবিষ্যতে এক আদর্শ মানুষ হয়ে উঠবে। শিশুদের নৈতিক গঠনে নবী-রাসূলদের জীবনী পাঠ এক অনন্য ভূমিকা রাখতে পারে। কারণ শিশুদের মনে গল্প সহজে গেঁথে যায়—আর যদি সেই গল্প হয় সত্য ও অনুপ্রেরণাদায়ী, তবে তা তাদের জীবনের পথপ্রদর্শক হয়ে ওঠে। সেজন্যই নবী-রাসূলদের জীবনী পাঠ শুধুই একটি জ্ঞানচর্চা নয়, বরং চরিত্র গঠনের এক মজবুত ভিত্তি। এই প্রেক্ষাপটে হামদান প্রকাশনী প্রকাশ করেছে মুফতি মুহম্মাদুল্লাহ রচিত ‘নবী-রাসুল গল্প সিরিজ’, যা ছোটদের জন্য একটি দুর্দান্ত উপহার।

এই সিরিজে প্রতিটি নবী-রাসুলের জীবনকাহিনি সহজ ভাষায়, গল্পের ঢংয়ে উপস্থাপন করা হয়েছে। লেখক শিশুদের মানসিকতা ও ভাষার ধরন বিবেচনায় রেখে প্রতিটি গল্প সাজিয়েছেন সাবলীলভাবে। কোথাও জটিল ব্যাখ্যা নেই, আবার ধর্মীয় ভাবগাম্ভীর্যও বজায় রাখা হয়েছে। প্রতিটি গল্প সংক্ষিপ্ত ও মনোযোগ ধরে রাখার মতো। প্রতিটি গল্পে নৈতিক শিক্ষা ও আল্লাহর বার্তা স্পষ্টভাবে ফুটে ওঠেছে। সেই সাথে প্রতিটি গল্পে রয়েছে চমৎকার উপসংহার। সুন্দর অলংকরণ ও মনকাড়া ছাপাও বইগুলোকে করে তুলেছে অনবদ্য।

সিরিজটি পাঠকদের মনে নবী-রাসুলদের প্রতি ভালোবাসা ও অনুসরণ করার আগ্রহ জাগাবে নিসন্দেহে। ইসলামি শিক্ষা শিশুর মনে বপন করতে চাইলে এই সিরিজ হতে পারে আদর্শ একটি মাধ্যম।

মুফতি মুহম্মাদুল্লাহর নবী-রাসুল গল্প সিরিজ কেবল শিশুদের জন্য লেখা বই নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে নবীদের আদর্শ প্রতিষ্ঠার এক দুর্লভ প্রচেষ্টা। অভিভাবকরা নিশ্চিন্তে বইগুলো তাদের সন্তানের হাতে তুলে দিতে পারেন।

যোগাযোগ : হামদান প্রকাশন, ইসলামী টাওয়ার, ২য় তলা, বাংলাবাজার, ঢাকা। মোবাইল-০১৮১২৭৯১৫১২

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ