বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ।। ২ শ্রাবণ ১৪৩২ ।। ২২ মহর্‌রম ১৪৪৭


এনসিপি নেতারা খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর গতকাল সন্ধ্যায় খুলনায় এসে রাত্রীযাপন করেছেন। এরপর আজ (১৭ জুলাই) সকালে খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বেলায় খুলনা ত্যাগ করেন।

খুলনার মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত জানান, “এনসিপি নেতারা যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে আগামী পদযাত্রা ও সমাবেশে বক্তব্য রাখবেন।”

এর আগে বুধবার সন্ধ্যায় খুলনায় দলীয় প্রতিনিধিরা সার্কিট হাউস ও হোটেল সিটি ইন-এ অবস্থান করেন। ফরিদপুরে শুক্রবার অনুষ্ঠিতব্য সরাসরি পদযাত্রা কর্মসূচিতে এনসিপি’র নেতৃত্ব সকালে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ