মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময়

বিশ্বনেতাদের কাছে গুতেরেসের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে থাকা মহাসাগরগুলো রক্ষায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গতকাল সোমবার পর্তুগালের রাজধানী লিসবনে জাতিসংঘ মহাসাগর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। পাঁচ দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন ১২০টি দেশের ৭ হাজার প্রতিনিধি। যোগ দেয়ার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনেরও।

জলবায়ু পরিবর্তনসহ দূষণের কারণে হুমকির মুখে বিশ্বের সাগর-মহাসাগরগুলো। আর মহাসমুদ্র রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার লক্ষ্যে লিসবনে চলছে জাতিসংঘ মহাসাগর সম্মেলন।

এতে যোগ দিতে পর্তুগালের রাজধানী লিসবনে এখন বিশ্বের ১২০ দেশের ৭ হাজার প্রতিনিধি। আছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও গবেষকরা।

সোমবার লিসবনের আলটিস এরেনায় হয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিন জাতিসংঘ মহাসচিবসহ বক্তব্য রাখেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধিসহ ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা সাইক্লোনের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিষয় উঠে আসে বিশ্বনেতাদের আলোচনায়।

শঙ্কা জানানো হয় ছোট ছোট দ্বীপ বা উপকূলীয় শহরের ভবিষ্যৎ নিয়ে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাগর রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, সাগরই আমাদের প্রত্যেককে যুক্ত করেছে। আমি আজকে সাগর রক্ষায় জরুরী অবস্থা ঘোষণা করতে চাই। কারণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে সাগরের পানি যেভাবে বাড়ছে তাতে অনেক ছোট ছোট দ্বীপ বা উপকূলীয় শহর তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাই এখনই শক্ত পদক্ষেপ না নিলে খুবই ভয়াবহ সময় অপেক্ষা করছে আমাদের জন্য।

উদ্বোধনী দিনের অনুষ্ঠানে অংশ নেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সউজা, কেনিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনও সম্মেলনে যোগ দিচ্ছেন। সোমবার শুরু হওয়া পাঁচ দিনের এ সম্মেলনের পর্দা নামবে শুক্রবার। সমুদ্র ও সামুদ্রিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ারও কথা রয়েছে সম্মেলনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ