শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ইসলামী আন্দোলন চলে গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব পড়বে না’ গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার

সাবেক সিইসি ও কমিশনারদের সঙ্গে সংলাপে বসছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সংলাপে বসবে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। ১২ জুন তাদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগে ৯ জুন নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গেও সংলাপ করবে কমিশন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব পরিচালক (গণসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, আগের সংলাপের ধারাবাহিকতায় সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শিগগিরই এ সংলাপের আমন্ত্রণপত্র পাঠানো হবে।

জানা যায়, সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের মধ্যে যারা বেঁচে আছেন, তাদের সবাইকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে। তাদের সঙ্গে নির্বাচন কমিশনের সাবেক সচিব ও কর্মকর্তাদেরও ডাকা হবে। এ সংলাপে কোনো এজেন্ডা রাখা হয়নি। এর আগে ৯ জুন নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বসবে ইসি। নিবন্ধিত ১১৮টি নির্বাচন পর্যাবেক্ষক সংস্থার মধ্যে সক্রিয় রয়েছে এমন ৩০ থেকে ৩৫টি সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে।

এর আগে নির্বাচন কমিশন ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছিল। কমিশন সেসব আমলে নিয়ে ইতোমধ্যে বিচার বিশ্লেষণ করে নিজেদের অবস্থানও জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ