মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময়

১৪ ইরানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ১৪ জন নাগরিকের ওপর ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি ওয়াশিংটনের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করেন।

আরব নিউজ জানায়, ১৯৯০ সালে সুইজারল্যান্ডে এক হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন। এদের মধ্যে ১৩ জনের নাম প্রকাশ করেননি পম্পেও। তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন কি নেই বা দেশটিতে প্রবেশের চেষ্টা করেছে এ সম্পর্কিত কোনো তথ্যও নেই নির্দেশনায়।

১৪ জনের মধ্যে মাত্র একজনের পরিচয় প্রকাশ করা হয়েছে ওই নির্দেশনায়। তিনি হচ্ছেন, তেহরানে অবস্থিত ইভিন কারাগারের পরিচালক হোজাতোল্লাহ খোদাই সৌরি।

নির্দেশনায় পম্পেও বলেন, ইরান সরকারের হয়ে এই ১৪ জন মানবাধিকার লঙ্ঘন করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তাদের বিরুদ্ধে এ সম্পর্কিত শক্ত তথ্য রয়েছে। এ ঘটনা প্রমাণ করে, বিশ্বব্যাপী হাজারো মানবতাবিরোধী ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এসব কার্যক্রম বন্ধে তেহরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা আরোপিত ১৪ জনের মধ্যে ১৩ জনই ইরান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। বিরোধী পক্ষকে নীরবে দমনের নামে তারা অমানবিক নির্যাতন করেছেন। হত্যা, গুম তাদের কাছে কোনো বিষয়ই না। তাদের থেকে কেউ নিরাপদ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে পারে না। তাই তাদের ওপর মার্কিন ভিসা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ