আওয়ার ইসলাম: করোনা আক্রান্তে পাকিস্তানকে ছাড়িয়েছে বাংলাদেশ। তবে সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা কম রয়েছে দেশটি থেকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন।
এদিকে শনিবার পর্যন্ত পাকিস্তানে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন। মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ২২৯ জন। করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ৭৫ হাজার ৩১৭ জন।
বিবিসি জানিয়েছে, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা, বিশাল জনসংখ্যা এবং ঘন বসতিপূর্ণ দরিদ্র এলাকা - এসব কারণে করোনাভাইরাস মহামারী শুরুর থেকেই আশঙ্কা করা হচ্ছিল পাকিস্তান বিপদে পড়তে যাচ্ছে। কিন্তু সে হিসেবে অনেক পশ্চিমা দেশের তুলনায় পাকিস্তানের অবস্থা ভালো।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
-এটি