আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্কে ফেরার পথে একমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাশাটি নিজ বানাইল এলাকার মোজাম্মেল হক (২৭) ও তার ভাই হিমেল হক (২৫)। নিউইয়র্ক নগরভিত্তিক সংবাদমাধ্যম এনওয়াই-১ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর প্রকাশ করেছে।
নিহত বাংলাদেশি দুই ভাইসহ চারজন এক গাড়িতে করে নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্কে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে একজন চালক গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তিনি একমুখী মহাসড়কের একবার ডানে আরেকবার আরেকবার বামে এভাবে গাড়ি চালাচ্ছিলেন।
অন্টারিও কাউন্টির এক্সিট ৪৩ ও ৪৪ এক্সিটের মধ্যবর্তী এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হক, হিমেল হক ও এক চালকের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় আরও ২ জন। আহতদের চিকিৎসার জন্য নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে
নিহতের বাবা মো. সিরাজুল ভূঁইয়া বলেন, তিনি দুই ছেলের মরদেহ আনতে বাফালো যাচ্ছেন। মা-বাবার সঙ্গে তারা নিউইয়র্কে বসবাস করতেন।
ডিভি লটারির মাধ্যমে সেখানে গিয়েছিল তারা। দীর্ঘদিন যাবৎ সপরিবারে সেখানে তারা অবস্থান করছে আমেরিকার নাগরিক হিসেবে। বর্তমানে নান্দাইলে তাদের পরিবারের কেউ নেই।
-এটি