মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময়

‘আরবশান্তি পরিকল্পনা’ গ্রহণে সৌদিআরব প্রতিশ্রুতিবদ্ধ: যুবরাজ ফয়সাল বিন ফারহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, আরব শান্তি পরিকল্পনার ভিত্তিতে সৌদিআরব ‘শান্তি প্রতিষ্ঠায়’ বদ্ধপরিকর। বুধবার জার্মানিতে ভিডিও কনফারেন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ভিডিও কনফারেন্সের সভাপতিত্ব করেছিলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের পক্ষপাতদুষ্ট শান্তিচুক্তি ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে শান্তির অন্তরায় হবে।

যুবরাজ ফয়সাল বিন ফারহান বলেন, জার্মান প্রতিপক্ষ হাইকো মসের সাথে আলাপকালে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। লিবিয়ার কথা উল্লেখ করে ফয়সাল বিন ফারহান বলেন, আমরা লিবিয়ার সঙ্কট নিরসনে কায়রো পরিকল্পনা এবং বার্লিন সম্মেলনের ঘোষণাকে সমর্থন করেছি ও তাদের সাথে কাজ করার জন্য সম্মত হয়েছি।

এর আগে সৌদি আরব ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছিল। সৌদি আরব আশঙ্কা করেছিলো যে, ইরানের উপর চাপানো সব ধরণের প্রচলিত বা অপ্রচলিত অস্ত্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আরও ধ্বংসাত্মক ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার সৌদি মন্ত্রিপরিষদের বৈঠকে ইরানের ব্যাপারে এ অবস্থান জানায় দেশটি।

উল্লেখ্য যে, শুক্রবার গণভোটের পরে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রস্তাবটিকে বিশ্ব সুরক্ষা কাউন্সিল প্রত্যাখ্যান করেছিল।

সূত্র: আল আরাবিয়া উর্দূ থেকে অনুবাদ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ