মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময়

হারুন ও পাপুলের এমপি পদ বাতিলে রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি দলীয় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ এবং কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য পাপুলের পদ কেন বাতিল হবে না- জানতে চেয়ে আলাদা রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ (মঙ্গলবার) জনস্বার্থে দায়ের করা একটি রিটের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

এমপি হারুন একটি দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত আসামী বলে জানা গেছে। গত বছর অক্টোবরে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদন্ড দেয় আদালত।

একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ৪০৯ ধারায় এ রায় দেন।

অন্যদিকে, শিক্ষাগত যোগ্যতায় অসঙ্গতি থাকায় কুয়েতে গ্রেপ্তার লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ (মঙ্গলবার) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া ও জাল সার্টিফিকেট দাখিলের অভিযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে পাপুলে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভুইয়া গত রোববার (১৬ আগস্ট) হাইকার্টে এই রিট দায়ের করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন শেখ আওসাফুর রহমান।

গত ৬ জুন কুয়েতের আইন-শৃংখলা বাহিনী মানবপাচার ও অর্থ পাচারের দায়ে আটক করে পাপুলকে। তার সাথে জড়িত কুয়েত সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। পাপুল কুয়েতের দুই সরকারি কর্মকর্তাকে চেকের মাধ্যমে ১১ লাখ কুয়েতি দিনার এবং নাম প্রকাশ না করা অন্য এক ব্যক্তিকে ১০ লাখ কুয়েতি দিনার দেন। সেই সাথে পাপুলের পরিবারের সদস্যদের বাংলাদেশে ছাড়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

কুয়েতের গণমাধ্যম আল খাবাসের জানায়, পাপুল ২০ হাজার শ্রমিককে কুয়েতে নিয়েছেন বিভিন্ন কাজের নামে। বিনিময়ে তার আয় ৫ কোটি কুয়েতি দিনার টাকার অঙ্কে ১ হাজার ৩৯৮ কোটি টাকা। আর এ অর্থপাচারের অভিযোগে, তার বিরুদ্ধে হুলিয়া জারি করে কুয়েত পুলিশ। অবশেষে গত ৬ জুন রাতে তাকে আটক করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ