মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময়

এবার ওমান-ইসরায়েল সখ্যতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাভি আশকেনাজির সঙ্গে ফোনালাপ করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাউই বিন আবদুল্লাহ। এরপর তিনি ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ’র এক শীর্ষ নেতার সঙ্গেও ফোনে কথা বলেছেন।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, মঙ্গলবার আশকেনাজির সঙ্গে ফোনালাপে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের শান্তিচুক্তিকে সাধুবাদ জানিয়েছেন ওমান পররাষ্ট্রমন্ত্রী। তার আশা, এর ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপিত হবে। সংঘাত ও সহিংসতা হ্রাস পাবে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সংকটও এর মাধ্যমে সমাধান হবে।

এই ফোনালাপের পর ইউসুফ বিন আলাউই বিন আবদুল্লাহ ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ’র মহাসচিব জিব্রিল রাজোবের সঙ্গে কথা বলেন। সেখানে তারা ওমান ও ফিলিস্তিনের সম্পর্ক ও ভ্রাতৃত্ব নিয়ে আলোচনা করেছেন।

আল আরাবিয়া বলছে, এই চুক্তি ইরানের বিরুদ্ধে আমিরাত ও ইসরায়েলের আঞ্চলিক শক্তি বৃদ্ধি করেছে। উভয় পক্ষই মনে করে, গালফ অঞ্চলের মূল হুমকি ও অশান্তির কারণ ইরান।

অন্যদিকে ওমান বন্ধুসুলভ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। দেশটির সঙ্গে সবার ভালো সম্পর্ক। সে তালিকায় যুক্তরাষ্ট্র, ইরানের নামও আছে। সেই বন্ধুসুলভ পররাষ্ট্রনীতির কারণেই তারা ইসরায়েলের সঙ্গে কথা বলেছে বলে দাবি করছে ওমান পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওমান এই দাবি করলেও ভিন্ন কথা বলছে ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয়। দেশটির গোয়েন্দামন্ত্রী গত রোববার এক সাক্ষাৎকারে বলেছেন, আমিরাতকে অনুসরণ করে ওমান ও বাহরাইন এবার শান্তিচুক্তি করতে চাইছে ইসরায়েলের সঙ্গে। এ বিষয়ে তাদের সঙ্গে চলছে আলোচনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ