মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময়

ভোটচুরির অভিযোগে বিক্ষোভে অচল বেলারুশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেলারুশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৮০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো।

তিনি ১৯৯৪ সাল থেকে এক নাগাড়ে ক্ষমতায় আছেন। তবে এবার তাকে হটাতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বিরোধী সমর্থকরা। তাদের অভিযোগ ভোটচুরির মাধ্যমে ক্ষমতায় এসেছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যত সময় যাচ্ছে বিক্ষোভ তত অগ্নিগর্ভ হয়ে উঠছে। গতকাল রোববার কয়েক লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছেন লুকাশেঙ্কোর বিরুদ্ধে। তাদের পরিষ্কার দাবি, নতুন নির্বাচন দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, গত ৩ দশকে এটাই বেলারুশের সবচেয়ে বড় বিক্ষোভ। প্রধান বিরোধী দলের নেত্রী সভেতলানা তিখানোভস্কায়া লিথুনিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেখান থেকেই তিনি ভিডিও বার্তার মাধ্যমে বিক্ষোভকারীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

সভেতলানা তিখানোভস্কায়া নিরাপত্তাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা বিক্ষোভকারীদের বাধা দেবেন না। তাদেরকে বরং সহায়তা করুন, কারণ তারা নিজেদের অধিকারের জন্য রাস্তায় নেমেছে। একইসঙ্গে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হওয়া সরকারকে লক্ষ্য করে তিনি বলেছেন, তারা যদি সরে দাঁড়ায় তাহলে তাদের অতীত আচরণ ক্ষমা করা হবে।

বিরোধী দলীয় নেত্রী সভেতলানা তিখানোভস্কায়া আরো বলেন, আমি রাজনীতিবিদ হতে চাইনি। পরিস্থিতিই আমাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সম্মুখভাগে নিয়ে এসেছে। তাই এই অবস্থান থেকে আমি আর সরতে চাইনা। বিক্ষোভকারীদের প্রতি আমার শ্রদ্ধা। বিক্ষোভের কারণে ইতোমধ্যে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ