শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ইসলামী আন্দোলন চলে গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব পড়বে না’ গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার

দারুল মাআরিফের দস্তারবন্দি সফলে সিলেটের প্রাক্তন ছাত্রদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবাদ বিন সিদ্দিক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার ১ম দস্তারবন্দি মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সিলেটের প্রাক্তন ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের সিলকো টাওয়ারে মাওলানা তাফাযযুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় দস্তারবন্দি সফলে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলন বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন সিলেটের ফারেগ ছাত্ররা। সভায় গ্রাজুয়েটদের মাঝে রেজিস্ট্রেশন ফরম বিতরণ করা হয়।

সভায় অংশগ্রহণ করেন, জামেয়া দারুল মাআরিফের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আমিন মাদানি, মাওলানা এনামুল হক মাদানি, মাওলানা আফিফ ফুরকান মাদানি ও মাওলানা মাহমুদ মুজিব।

মাওলানা মুখলিসুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা বদরুদ্দীন ইসহাক মাদানি, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মাশহুদ আহমদ জাহেদ, মাওলানা মুজীবুর রহমান, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা মনযূর আহমদ ছালিম, মাওলানা মুহাম্মদ আব্দুল মুক্তাদির, মাওলানা এনামুল হক ফুজায়েল, মাওলানা সালেহ আহমদ রাজু, মাওলানা মুহাম্মদ জাকারিয়া, মাওলানা মুয়াজ্জম হুসাইন জাহিদ, মাওলানা আব্দুল করিম, মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহ, মাওলানা রায়হান উদ্দীন, মাওলানা ফরিদুদ্দীন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা মাসুম আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার ২ দিনব্যাপী ১ম দস্তারবন্দি মহাম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বরেণ্য উলামা-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা আসবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ