শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ইসলামী আন্দোলন চলে গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব পড়বে না’ গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার

শিক্ষাপ্রতিষ্ঠানে পর্দার বিরুদ্ধাচার সহ্য করা হবে না: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ এনামুল হক
রাংগুনিয়া প্রতিনিধি

মাওলানা মামুনুল হক বলেছেন, মুসলমান সন্তানদের প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা পাঠদানের মধ্যদিয়ে উচ্চ শিক্ষা পাঠদান করুন।

বুধবার (৮ জানুয়ারি) উপজেলার পারুয়াস্থ কাটাখালী বাজার সংলগ্ন ময়দানে বিশাল ইসলামি সুন্নী সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, সম্প্রতি সময়ে পুরো দেশজুড়ে নানরকম ফেৎনা সৃষ্টি হয়েছে। যার ফলে সাধারণ মুসলমান বিভ্রান্ত ও অস্বস্তিবোধ করছে। তন্মধ্যে 'কাদিয়ানি মদবাদ' মুসলমানের ঈমান আমল ধংসের নতুন আরেক পদ্ধতি বললে ভুল হবে না। আমরা আজকের এ বিশাল প্লাটফরম থেকে কাদিয়ানি মতবাদকে কাফের ঘোষণা দিচ্ছি এবং মতবাদকে সরকারি কাফের ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ৭১ এ মানবতা বিরোধীদের জন্য আলাদা ট্রাইবুন্যাল গঠন করে দায়ে দণ্ডিত ব্যক্তিদের বিচারকার্য সম্পন্ন করা হচ্ছে। ঠিক তেমনি করে বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদ সা. এর শানে কেউ বেয়াদবী করলে মৃত্যুদণ্ড আইন পাশ করে আলাদা ট্রাইবুনাল গঠন করা হোক।

সম্মেলনে সভাপতিত্ব করেছেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার প্রধান মুফতি ও মুহাদ্দিস মাওলানা মুফতি এনামুল হক কাছেমী।

মাওলানা হাফেজ রফিক ও মাওলানা হাফেজ মুফাচ্ছলের যৌথ সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন, মুফতি আজিজুল হক আল মাদানী, কারী নুরুল্লাহ, মাওলানা জমির উদ্দীন, মাওলানা মুফতি নেজাম উদ্দীন, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা এহতেশামুল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ