শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ইসলামী আন্দোলন চলে গেলেও ভোটের মাঠে তেমন প্রভাব পড়বে না’ গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার

'সাহাবাদের মেহনত, ত্যাগ ও জীবনোৎসর্গের ইতিহাস জনসমক্ষে তুলে ধরতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনি এম, ই, এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেখক ও গবেষক অধ্যাপক অব. ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন ইসলামের জন্য সাহাবায়ে কেরামের নজিরবিহীন মেহনত, ত্যাগ ও জীবনোৎসর্গের ইতিহাস জনসমক্ষে তুলে ধরতে হবে।

আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার হালিশহর মারকাযুল উলুম মাদরাসায় মারকাযুস সাহাবা বাংলাদেশ কতৃক আয়োজিত শানে সাহাবা রা. শীর্ষক মতবিনিময় সভা ও জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহানবী সা. এর নির্দেশনা পেয়ে মর্যাদাবান সাহাবাগণ দাওয়াত ও জিহাদের ঝাণ্ডা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। দ্বীনের স্বার্থে তাঁদের কুরবানী ও ধনসম্পদ ব্যয় মানবেতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে।

ড. আ ফ ম খালিদ আরো বলেন, রাসুলের সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করা অথবা তাদের বিরূপ সমালোচনা করার মানসিকতা আমাদের পরিহার করতে হবে। অন্যথায় দুর্ভোগ ও দুর্ভাগ্য পিছু ছাড়বে না।

পরিশেষে তিনি উপস্থিত তৌহিদীজনতাকে সাহাবায়ে কেরাম জীবনী অধ্যয়ন করে সাহাবাদের রা. ভালোবাসা বৃদ্ধি করার আহ্বান করেন। এবং মোনাজাত পরিচালনা করেন।

মারকাযুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে উদ্বোধক ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের মুহাদ্দিস ইসলামি অর্থনীতিবিদ লেখক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। এছাড়া মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শামীম আল আরকাম সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ ওলামা তোলাবা ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ