রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উপদেষ্টা হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক, শাইখুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

সংস্থার মহসচিব কারী সাদ সাইফুল্লাহ মাদানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নীতি নির্ধারক কমিটি ও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ৩১ আগস্ট অনুষ্ঠিত মিটিংয়ে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেন।

এর ১৪ সেপ্টেম্বর শনিবার হাটহাজারী মাদরাসায় আল্লামা বাবুনগরীর সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর আল্লামা বাবুনগরী উপদেষ্টা সম্মতি পত্রে স্বাক্ষর করেন।

এ সময় আলোচনায় তিনি বলেন, যখন ঈমানদারদের সামনে তিলাওয়াত করা হয় তখন ঈমান বেড়ে যায়, (মজবুত হয়) আমাদের সমাজে কুরআনের খিদমত আরো ব্যাপক হওয়া দরকার, এখলাসের সাথে হওয়া দরকার।

তিনি  আরও বলেন, এখন তো অনেক যায়গায় দেখা যায়, আন্তর্জাতিক কুরআন মাহফিলের নামে ‘শিয়া’ ও ভ্রান্ত কুফুরি মতবাদের লোকজনকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হচ্ছে। এতে করে মহাগ্রন্থ আল কুরআনের সম্মান ক্ষুন্ন হচ্ছে। কুরআন পবিত্র। যেখানে সেখানে যার তার মাধ্যমে এর খিদমত সম্ভব নয়।

খুবই সতর্কতার সাথে কাজ করার নছিহত করে আল্লামা বাবুনগরী বলেন, কুরআনের আওয়াজ বুলন্দ করতে আমাদের কাজ করতে হবে। সমালোচনার ঊর্ধে উঠে আমাদের কাজ করা জরুরি এর মধ্যেই আল্লাহ্ বরকত রেখেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, সংগঠনিক সম্পাদক শায়েখ ক্বারী মাহমুদ হাসান, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা ইনামুল হাসান ফারুকী। পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাওলানা জামাল মাসরুর প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ