বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


ভারত-চীন সীমান্তে তুষারপাতে আটকে পড়া তিন হাজার পর্যটক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তীব্র তুষারপাতের কবলে পড়ে সীমান্তের নাথু লা পাস এলাকায় তিন হাজারের বেশি পর্যটক আটকা পড়েন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ব্যারাকে নিয়ে আসেন সেনাবাহিনীর জওয়ানরা।

সিকিমে ভারত-চীন সীমান্তের কাছে ভ্রমণে গিয়ে আটকা পড়া তিন হাজারের বেশি পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। শুধু তা-ই নয়, নিজেদের ব্যারাক খালি করে দিয়ে পর্যটকদের থাকার ব্যবস্থাও করে দিয়েছেন তারা।

সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানান, উদ্ধারকরাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। থাকা, খাওয়ার পাশাপাশি তাদের গরম কাপড়ের ব্যবস্থা করা হয়েছে।

জানা যায় ইন্দো-চায়না সীমান্তের নাথু লা পাস ভ্রমণ শেষে ফেরার পথে তীব্র তুষারপতের কবলে ৩-৪শ’ গাড়ি আটকা পড়ে। দ্রুতই জওয়ানরা সেখানে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে ব্যারাকে নিয়ে আসেন। এছাড়া ১৭ মাইল এলাকায় অন্তত দেড় হাজার পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর