মুহাম্মদ মিজানুর রহমান
ফুল—শব্দটি শুনলেই মনের মধ্যে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে। প্রকৃতির সবচেয়ে নরম, সবচেয়ে কোমল আর সবচেয়ে মোহময় সৃষ্টির নাম ফুল। ফুল শুধু রঙ, সৌন্দর্য আর সুগন্ধের জন্য নয়—মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আনন্দ, বেদনা—সব আবেগ প্রকাশের মাধ্যমও।
প্রকৃতির শিল্পকর্ম
প্রকৃতির রঙের প্যালেট যেন ফুলের মাধ্যমে ফুটে ওঠে। প্রতিটি ফুল একেকটি ছোট্ট চিত্রকর্ম—রঙ, গন্ধ আর নকশার এক অপূর্ব সংমিশ্রণ। গোলাপ, রজনীগন্ধা, বেলি, সূর্যমুখী, জবা, শাপলা—প্রতিটি ফুলই একেকটি গল্প বলে। কেউ বলে প্রেমের, কেউ বলে পবিত্রতার, আবার কেউ বলে বিদায়ের।
চিকিৎসা ও পুষ্টিগুণ
কিছু ফুল শুধু সৌন্দর্য নয়, ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। যেমন গাঁদা ফুলে অ্যান্টিসেপ্টিক উপাদান আছে, নাইট জেসমিন (শিউলি) ব্যথানাশক হিসেবে কার্যকর। চা, শরবত বা খাবারে ব্যবহৃত হয় গোলাপ ও চামেলি ফুল।
ইসলাম ধর্মে ফুল
ইসলাম ধর্মে ফুল নিয়ে সরাসরি খুব বেশি আলোচনা না থাকলেও, ফুলের সৌন্দর্য, সুবাস এবং তা দিয়ে অন্যকে খুশি করা—এসব বিষয়কে ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "তোমরা একে অপরকে উপহার দাও, তাহলে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে।" (তিরমিযি) ফুল এক উত্তম উপহার। এটি মনকে প্রশান্ত করে, ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। আল্লাহ কুরআনে বলেছেন:“তিনিই সেই সত্তা, যিনি ভূমিতে তোমাদের জন্য বিভিন্ন রঙের ফসল, ফলমূল ও উদ্ভিদ সৃষ্টি করেছেন। এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে।”(সূরা নাহল: ১১) ফুল এই বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এর সৌন্দর্য মানুষকে আল্লাহর সৃষ্টির প্রতি চিন্তা করতে উদ্বুদ্ধ করে। হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাত হবে ফুল ও সুগন্ধে ভরা, যেখানে সবুজ, সৌন্দর্য এবং আরামদায়ক পরিবেশ থাকবে। তাই ফুল জান্নাতের প্রতীকস্বরূপও বিবেচিত।
ফুল শুধু চোখ জুড়ায় না, মনকেও প্রশান্তি দেয়। এর সৌন্দর্য হৃদয়কে করে কোমল, এর ঘ্রাণ মনে আনে প্রশান্তি। ফুল ছাড়া পৃথিবীকে কল্পনা করাই কঠিন। ফুল তাই শুধু একটুকরো প্রকৃতি নয়—এ এক অনন্ত অনুভবের নাম।
আরএইচ/