সোমবার, ১১ আগস্ট ২০২৫ ।। ২৭ শ্রাবণ ১৪৩২ ।। ১৭ সফর ১৪৪৭

শিরোনাম :
তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে ভবন ধস দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১ আহত ৭ গাজা সিটি দখল পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে কাল, থাকছে ষাট গম্বুজ মসজিদের ছবি হজ ব্যবস্থাপনাকে ব্যবসা হিসেবে দেখি না: আয়েশা চৌধুরী ৩৩ বছরের ইমামের বিদায়ে কাঁদলেন এলাকাবাসী, দিলেন পাঁচ লক্ষাধিক টাকা কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে লক্ষাধিক লোক জমায়েতের টার্গেট বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মঈনুল, সম্পাদক আমিরুল ইসলাম

আসসুন্নাহর পরিবেশ রক্ষা ও দারিদ্র্য বিমোচনের যুগপৎ উদ্যোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

ইট-পাথরের এই যান্ত্রিক শহরে বসবাসরত অধিকাংশ মানুষেরই স্বপ্ন থাকে একটি ফলের বাগানের। কিন্তু স্থান ও সময়ের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না অনেকের পক্ষেই। তবে আপনি চাইলে এখন সামান্য অর্থ ব্যয়ে গ্রামে বসবাসরত দরিদ্র, অথচ প্রকৃতিপ্রেমী কারও জন্য একটি পূর্ণাঙ্গ ফলের বাগান উপহার দিতে পারেন—যা হয়ে উঠবে সদকায়ে জারিয়ার অসাধারণ এক মাধ্যম।

এই ব্যতিক্রমী উদ্যোগটি মূলত দুই দিকেই সুফল বয়ে আনে। একদিকে দরিদ্র ও কৃষিনির্ভর জনগোষ্ঠী স্বনির্ভর হওয়ার সুযোগ পায়, অন্যদিকে ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, অক্সিজেন উৎপাদন এবং খাদ্য নিরাপত্তায় ইতিবাচক অবদান রাখা যায়। 

এই বর্ষায় সংগঠনটি দিচ্ছে বাগান উপহারের সুযোগ, যার আওতায় বিভিন্ন পরিমাণ অর্থ দিয়ে গঠিত হবে ছোট, মাঝারি ও বড় পরিসরের ফলের বাগান। এতে থাকবে আম, লিচু, লেবু, পেয়ারা, আমড়াসহ নানা জাতের উপকারী ফলগাছ।

অর্থ বিনিয়োগ ও উপহার প্যাকেজ সমূহ:
- ২০টি ফলদ গাছের একটি বাগান: ২,০০০ টাকা  
- ৫০টি ফলদ গাছের একটি বাগান: ৫,০০০ টাকা  
- ১০০টি ফলদ গাছের একটি বাগান: ১০,০০০ টাকা  
- ১টি ফলদ গাছ: ১০০ টাকা

চাইলেই আপনি যেকোনো পরিমাণ অর্থ অনুদান হিসেবেও দিতে পারবেন। শুধু বাগান নয়, উদ্যোগের আওতায় বিভিন্ন মসজিদ ও মাদরাসার আঙিনায়ও বৃক্ষরোপণ করা হবে।

একটি গাছ শুধু ছায়া দেয় না—দেয় খাদ্য, অক্সিজেন, কর্মসংস্থান এবং অনাগত ভবিষ্যতের জন্য উপহার। তাই এই বর্ষায় আপনি হতে পারেন এক বা একাধিক গাছের অভিভাবক, আর একটি দরিদ্র পরিবার কিংবা প্রতিষ্ঠান পেতে পারে সবুজের ছোঁয়ায় বদলে যাওয়ার সুযোগ। এটি হবে আপনার জন্য সদকায়ে জারিয়া, তাদের জন্য জীবিকার সম্ভাবনা, আর পরিবেশের জন্য এক চিরন্তন আশীর্বাদ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ