পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবারও ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বইমেলায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
মাওলানা আজহারী লিখেন- ‘ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বরাবরের মত এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে মাসব্যাপী বইমেলা শুরু হচ্ছে। এই মেলা শুধু বইয়ের সমাহার নয়, বরং জ্ঞান ও রুহানিয়াতের এক মিলনমেলা।’
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেন- ‘আসুন, বইয়ের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধিকে আরও শাণিত করি। সবান্ধবে এই জ্ঞান উৎসবে শামিল হই। বই কিনে সমৃদ্ধ হই। বই পড়ে সমৃদ্ধ হই।’
আজ ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ডক্টর উমর ফাহমী। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী বিদেশি প্রকাশক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থাকবেন লেবাননের দার ইবনে হাযম-এর আহমাদ কুসাইবাতি, দারুল কুতুব আল ইলমিয়া-এর জিহাদ বাইদুন, মুয়াচ্ছাছা রিসালা আলামিয়া-এর হিসাম আব্দুর রাহিম এবং মিশরের ইবদা ও ইবনুল জাওযি-এর আহমাদ হিশাম।
এবারের বইমেলায় দেশি-বিদেশি মিলিয়ে শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। স্বচ্ছ ও নিয়মমাফিক প্রক্রিয়ায় মোট ১৪০টি স্টল (সিঙ্গেল ও ডাবল) বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো মেলার পরিসর বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত বিস্তৃত করা হয়েছে, যা মেলাকে করেছে আরও সুপরিকল্পিত ও দর্শনার্থীবান্ধব।
এবারই প্রথমবারের মতো এই মেলা আন্তর্জাতিক রূপ পাচ্ছে। মেলায় অংশ নিচ্ছে বিদেশি ছয়টি নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান। আরবি বইপত্র প্রকাশের জন্য বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো- ১. দার ইবনি হাযম, বাইরুত, লেবানন; ২. দারুল কুতুবিল ইলমিয়্যা, বাইরুত, লেবানন; ৩. মাকতাবাতু ইবদা', কায়রো, মিসর; ৪. দারুল ফাতাহ, আম্মান, জর্ডান; ৫. মাকতাবায়ে রশিদিয়াহ, লাহোর, পাকিস্তান; ৬. মুয়াসসাতুর রিসালাহ আল আলামিয়্যাহ।
মেলায় রয়েছে বিশেষ আয়োজন—মনোরম শিশুচত্বর, মিডিয়া কর্নার, মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং একটি সুসজ্জিত ইনফরমেশন সেন্টার। এছাড়াও প্রতিদিন মেলার বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, লেখক-পাঠক সাক্ষাৎ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমএইচ/