মঙ্গলবার, ২১ মে ২০২৪ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১৩ জিলকদ ১৪৪৫


আলহামদুলিল্লাহ, ইন শা আল্লাহ শব্দগুলোতে এতো আপত্তি কেন? আজহারীর প্রশ্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

সাকলাইন আতিক: ড. মাওলানা মিজানুর রহমান আজহারী প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, ইন শা আল্লাহ, জাযাকাল্লাহ শব্দগুলোতে এতো আপত্তি কেন?

তিনি বলেন, ‘৭ মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধুর সাহসী উচ্চারণ ছিল— এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো 'ইন শা আল্লাহ'। এখানেও কি 'ইন শা আল্লাহ' শব্দের প্রয়োগকে ভাষার দূষণ হিসেবে আখ্যায়িত করার দুঃসাহস দেখাবেন?

তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের পাঁচ ভাষাশহিদ— আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, শফিউর রহমান, আবদুস সালাম, আবদুল জব্বার এই সবগুলো নামই আরবি। এ নামগুলোর উচ্চারণেও কি ভাষার দূষণের ঘ্রাণ নাকে স্পর্শ করে?’

গতকাল (২৪ ফেব্রুয়ারি) রাতে তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এমন প্রশ্ন ছুঁড়েন।

এ প্রশ্নগুলো ছুঁড়ে  তিনি বলেন ‘আসলে ইসলাম নিয়ে এলার্জি চিনতে পারার প্যারামিটার এগুলোই’

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ