১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় শিক্ষক নেতৃবৃন্দের দাবীর বিষয়সমূহ অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয় এবং যথাসম্ভব দ্রুততার সঙ্গে দাবিসমূহ সমাধানের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সহযোগিতা প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষক নেতৃবৃন্দ চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষকরা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের আশ্বাস দিয়েছেন। তারা বেতন কমিশনে প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন।
পে-কমিশন থেকে এটি চূড়ান্ত হলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি বড় বিজয়।
তারা আরো বলেন, যেহেতু প্রাথমিক শিক্ষেকদের ১১তম গ্রেডের বিষয়ে মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেহেতু আমরা এটিকেই প্রজ্ঞাপন হিসেবে ধরে নিচ্ছি। এটি আমাদের প্রাথমিক বিজয়।
আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে আস্থা রেখে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করব। একইসঙ্গে আমরা শ্রেণিকক্ষে ফিরব।
প্রসঙ্গত, সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়া, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তার দাবি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা। অবশেষে কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিলেন তারা।
এলএইস/