নাজমুল হাসান সাকিব
এক বছরের মাথায় আবারও বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের বিখ্যাত আলেম, মুতাকাল্লিমে ইসলাম, তরজুমানে আহলে সুন্নত ওয়াল জামাত মাওলানা ইলিয়াস গুম্মান। তাঁর এই সফরের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করছে আল-মারকাজুল ইসলামী।
গত বছর নভেম্বরে মাওলানা ইলিয়াস গুম্মান বাংলাদেশ সফর করেন। এক বছরের ব্যবধানে তিনি আবার বাংলাদেশে এসেছেন।
দীর্ঘদিন ধরে ইসলামি দাওয়াত, আহলে সুন্নাতের আকিদার প্রচার এবং সমকালীন প্রেক্ষাপটে ইসলামের যুক্তিনির্ভর উপস্থাপনায় আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত মাওলানা ইলিয়াস গুম্মান। তাঁর বয়ান, বক্তৃতা ও গবেষণাধর্মী আলোচনা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে প্রশংসিত।
তাঁর সফরসূচি সম্পর্কে জানতে চাইলে আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম বলেন, আজ রাতে ফাইনাল শিডিউল হলে আমরা জানাবো। ইতোমধ্যে হজরতের প্রথম প্রোগ্রাম চট্টগ্রামের জিরি মাদরাসায় সম্পন্ন হয়েছে। আজ রাতে তিনি আল-মারকাজুল ইসলামীর মূল কার্যালয়ের মেহমানখানায় আরাম করবেন এবং কাল থেকে ধারাবাহিক প্রোগ্রাম শুরু করবেন ইনশাআল্লাহ।
আল-মারকাজুল ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের ইসলামি শিক্ষা, সমাজকল্যাণ, মানবিক সেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশ্ব ইসলামি চিন্তাবিদদের সঙ্গে দ্বীনি সম্পর্ক জোরদার ও জ্ঞান-বিনিময়ের ক্ষেত্রে এই সফরকে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এলএইস/