আগামী জাতীয় সংসদ নির্বাচনে জৈন্তা-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে খেজুরগাছের বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
তিনি বলেন, আমার আসনে অনেকগুলো সমস্যা আছে, এর থেকে উত্তরণে খেজুরগাছের বিকল্প নেই। শিক্ষাব্যাবস্থার দিকে তাকালে দেখবেন প্রায় স্কুল কলেজে তিন/চারজন করে শিক্ষক নেই, সুপরিকল্পিতভাবে শিক্ষা থেকে পিছিয়ে দেওয়া হয়েছে উত্তর সিলেটকে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ভালো মানুষ রোগী হয়ে ফেরে এবং রোগীদের শহরে উসমানী বা প্রাইভেট হসপিটালে রেফার করা হয়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালো ও উন্নত ট্যুরিস্ট ব্যাবস্থাপনা নেই। খনিজ সম্পদগুলো রক্ষণাবেক্ষণের অব্যাবস্থাপনায় হাতছাড়া হচ্ছে। এইসব সংকটগুলো নিরসন করা এই অঞ্চলের জন্য অতীব জরুরি। তাই বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে খেজুরগাছে ভোট দেওয়ার বিকল্প নেই।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩ টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত গণ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ও সুহেল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা বাহা উদ্দিন জাকারিয়া বলেন, আমরা শুধু পুরুষদের ভোট কালেকশন করলে হবে না৷ দেশে একটা টেন্ডেনসি চলছে, মহিলাদের কাছে গিয়ে ভুলভাবে ইসলামকে উপস্থাপন করে তাদের সরলতাকে কাজে লাগিয়ে ভোট কালেকশনে ব্যাস্ত একটা মহল। আমরা প্রতিটি ঘরে ঘরে খেজুরগাছের দাওয়াত দিতে হবে, সঠিক ইসলামকে তাদের কাছে উপস্থাপন করতে হবে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদের প্রকৃত একজন পাহারাদার সংসদে পাঠাতে খেজুরগাছের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।
সমাবেশে উদ্বোধক হিসেবে বুদ্ধিবৃত্তিক আলোচনা করেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস হিলাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, মাওলানা সিকন্দর আলী, সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, হেমু মাদ্রাসার মুহতামিম মাওলানা জিল্লুর রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, গোয়াইনঘাট যুব জমিয়ত সভাপতি আবুল হাসানাত, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসাইন, মাওলানা এনামুল হক, রুহুল আমীন সিরাজি, আব্দুল্লাহ হুসাইন, আব্দুল্লাহ মাহফুজ, শামসুল হক, মাওলানা আইনুল, আইন উদ্দিন, ফয়সাল আহমদ বাদশা, হাবিব আহমদ প্রমুখ।
এলএইস/