কক্সবাজারের উখিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই ওই বাজারে ছড়িয়ে পড়েছে আগুন। পুড়ে গেছে ১৬টি দোকান। আগুনে অন্তত ১০ জন দগ্ধের পাশাপাশি নিহত হয়েছেন মোহাম্মদ আলী নামে এক দোকান কর্মচারী।
সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া বাজারের দক্ষিণ পাশের একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডে নিহত মোহাম্মদ আলী (৫৭) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিজাখিল গ্রামের আলী মিয়ার ছেলে। তিনি উখিয়া বাজারের একটি দোকানে কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, শুরুর দিকে একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখেন ব্যবসায়ীরা। এরপর মুহূর্তেই আগুন বাজারের আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অনেকেই দোকান থেকে মালামাল সরাতে পারেনি। দগ্ধও হয়েছেন অনেকেই। কেউ কেউ দোকানের পেছনের দরজা ভেঙে বেরিয়ে জীবন রক্ষা করেন। দোকান থেকে বেরুতে না পেরে দগ্ধ হয়ে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। শুরুর দিকে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, আগুন লেগেছে বুঝতেই পারিনি। যখন বাইরে আসি, তখন দোকান জ্বলছে। ফায়ার সার্ভিসের লোকজন না এলে পুরো বাজারই শেষ হয়ে যেত।
উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, আগুন লাগার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো সম্ভব হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারি ও বেসরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এলএইস/