শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ।। ১০ আশ্বিন ১৪৩২ ।। ৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে’  কচুয়ায় সংসদ সদস্য পদপ্রার্থী ওমর ফারুক ইব্রাহিমীর মতবিনিময় সভা পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো দারুল উলূম সাতবাড়িয়ার বার্ষিক প্রতিযোগিতা  যারা শরিয়াহ বিরোধী বক্তব্য দেয় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে : জমিয়ত মহাসচিব  মুরাদনগরে নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের উপজেলা কমিটি গঠন জুলাই সনদের আইনিভিত্তি ও গণহত্যার বিচারের পর নির্বাচন হবে : মাসুদ নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখের কারগিলে ‘কমপ্লিট শাটডাউন’ পালন রাতে ঢাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা জামায়াত আমিরের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট প্রতিনিধির বৈঠক

পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো দারুল উলূম সাতবাড়িয়ার বার্ষিক প্রতিযোগিতা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তানযিল হাসান (কুমিল্লা প্রতিনিধি)

কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পুরষ্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়েছে ৩দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি ছাত্রদেরকে বহুমুখী যোগ্যতায় পারদর্শী হিসেবে গড়ে তুলতে মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ায় বছরব্যাপী প্রশিক্ষণমূলক ও সৃজনশীল নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এরই অংশ হিসেবে প্রতিবছর আয়োজন করা হয় বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। 

২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে জমকালো ও আড়ম্বরপূর্ণ উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে এবারের ৩দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এবারের অনুষ্ঠানে ক্বেরাত, তাফসিরুল কুরআন, চিত্রাঙ্কন, বাংলা ও আরবি হস্তলিপি, বিতর্ক, সিরাত বিষয়ক সাধারণ জ্ঞান, ছোটদের মেধা যাচাই, সংবাদ পাঠ, হামদ নাত, এসো বানান শিখি, কুইজ ও দর্শক পর্বসহ ২২টি বিষয়ে প্রতিযোগিতা হয়। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রায় শতাধিক বিজয়ী প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দারুল উলূম সাতবাড়িয়ার তত্ত্বাবধায়ক, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, হযরতুল আল্লাম মুফতি জিয়াউর রহমান। সঞ্চালনা করেন দারুল উলূম সাতবাড়িয়ার নাযেমে দারুল ইকামাহ মুফতি আসাদুল্লাহ এবং নায়েবে নাযেমে তালীমাত মুফতি তানযিল হাসান।

প্রধান অতিথি ছিলেন মাদ্রাসায়ে আশরাফিয়া দারুল উলুম কুমিল্লার মুহতামিম  মুফতি শামসুল ইসলাম জিলানী। বিশেষ অতিথি ছিলেন রাহমানিয়া ছাত্র কাফেলার সাবেক আমির, ঢাকা মিরপুরে অবস্থিত জামিয়া দারুল উলুম আল ইসলামিয়ার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আসলাম বিন ইউসুফ।

এবারের প্রতিযোগিতায় অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষক ও লেখক হাফেজ মাওলানা মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ, রাহমানিয়া ছাত্র কাফেলার সাবেক নায়েবে আমির মুফতি ইয়াসিন রাহমানী কাসেমী। রাহমানিয়া ছাত্র কাফেলার সাবেক আমির মুফতি মূসা রাহমানী, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি জুবায়ের রশীদ, পশ্চিম গেন্ডারিয়া জামে মসজিদ ঢাকার খতিব মুফতি মুহিউদ্দিন কাসেমি, চান্দিনা আল আমিন কামিল মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদীস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফী প্রমুখ।

মাদরাসা দারুল উলূম আল ইসলামিয়া সাতবাড়িয়ার মুহতামিম মুফতি এনামুল হক জানান, তালীম-তারবিয়াতে পরিপূর্ণ যোগ্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সন্তানদের যুগ সচেতন, দক্ষ, কর্মঠ ও বহুমুখী প্রতিভায় পারদর্শী আলেম হিসেবে গড়ে তুলতে বরাবরই দারুল উলূম সাতবাড়িয়ায় বছরব্যাপী বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে ৩দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। 

দারুল উলূম সাতবাড়িয়ার নাযেমে দারুল ইকামাহ মুফতি আসাদুল্লাহ জানান "লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের- মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে বিভিন্ন যোগ্যতায় পারদর্শী হিসেবে গড়ে তুলতে বছরব্যাপী আমাদের মাদরাসায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য ও বৃহৎ একটি আয়োজন হলো ৩দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ মঙ্গলবার বাদ মাগরিব উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে ৩দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। এবার প্রায় ২২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া লেখালেখির হাতেখড়ি হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক প্রতিযোগিতা উপলক্ষে 'অঙ্কুর' নামে বাংলা ও 'আল হুদা' নামে আরবী দেয়ালিকা প্রকাশিত হয়েছে।'

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ