শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৩ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

ভোট কারচুপির প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: জাকসু সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপি বা জালভোটের কোনো প্রমাণ পাওয়া গেলে চাকরি ছাড়বেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “হলগুলোতে কয়েক ধাপে ভোটারদের তথ্য যাচাই-বাছাই করে ভোটগ্রহণ করা হয়েছে। প্রতিটি বুথে প্রার্থীদের পোলিং এজেন্ট ছিলেন, পোলিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন। সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নজরদারি এবং জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের মাধ্যমে সবার সামনেই ভোট হয়েছে। কেউ সরাসরি আমার কাছে ভোট কারচুপির অভিযোগ তোলেননি।”

তিনি আরও বলেন, “কিছু শিক্ষার্থীর দাবির কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হয়েছে, এ কারণেই ফলাফল দিতে বিলম্ব হয়েছে। কিন্তু যারা দায়িত্ব পালন করেছেন তারাই পরবর্তীতে নির্বাচনকে বিতর্কিত করতে চেয়েছেন। যদি কমিশনের কোনো সদস্যের আপত্তি থাকত, তাহলে ভোটের দিনই পদত্যাগ করতেন। পরে পদত্যাগ করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।”

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ভোট গণনায়ও একাধিক শিক্ষক যুক্ত ছিলেন এবং গণনা প্রক্রিয়াও সাংবাদিকদের ক্যামেরার সামনেই হয়েছে। তাই ভোট নিয়ে কোনো কারচুপির অভিযোগ প্রমাণিত হলে আমি শুধু চাকরি ছাড়ব না, পেনশনের টাকাও গ্রহণ করব না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ