সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশ কীভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর: সিইসি গণভোটের বিষয়ে দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার  ইরানে ভয়াবহ খরা, তীব্র পানি সংকটের আশঙ্কা তেহরানে  পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিলো জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দল এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান নতুন প্রজন্মের জন্য 'ধূমপান' সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ জামায়াত ক্ষমতায় আসলে কওমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না: মহিবুল্লাহ বাবুনগরী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদলেও ধর্ষণ থেকে রেহাই পাননি সুদানি নারী ৬ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী হাসান

ভোট কারচুপির প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: জাকসু সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট কারচুপি বা জালভোটের কোনো প্রমাণ পাওয়া গেলে চাকরি ছাড়বেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “হলগুলোতে কয়েক ধাপে ভোটারদের তথ্য যাচাই-বাছাই করে ভোটগ্রহণ করা হয়েছে। প্রতিটি বুথে প্রার্থীদের পোলিং এজেন্ট ছিলেন, পোলিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন। সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নজরদারি এবং জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের মাধ্যমে সবার সামনেই ভোট হয়েছে। কেউ সরাসরি আমার কাছে ভোট কারচুপির অভিযোগ তোলেননি।”

তিনি আরও বলেন, “কিছু শিক্ষার্থীর দাবির কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হয়েছে, এ কারণেই ফলাফল দিতে বিলম্ব হয়েছে। কিন্তু যারা দায়িত্ব পালন করেছেন তারাই পরবর্তীতে নির্বাচনকে বিতর্কিত করতে চেয়েছেন। যদি কমিশনের কোনো সদস্যের আপত্তি থাকত, তাহলে ভোটের দিনই পদত্যাগ করতেন। পরে পদত্যাগ করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।”

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ভোট গণনায়ও একাধিক শিক্ষক যুক্ত ছিলেন এবং গণনা প্রক্রিয়াও সাংবাদিকদের ক্যামেরার সামনেই হয়েছে। তাই ভোট নিয়ে কোনো কারচুপির অভিযোগ প্রমাণিত হলে আমি শুধু চাকরি ছাড়ব না, পেনশনের টাকাও গ্রহণ করব না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ