সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশ কীভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর: সিইসি গণভোটের বিষয়ে দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার  ইরানে ভয়াবহ খরা, তীব্র পানি সংকটের আশঙ্কা তেহরানে  পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিলো জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দল এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান নতুন প্রজন্মের জন্য 'ধূমপান' সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ জামায়াত ক্ষমতায় আসলে কওমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না: মহিবুল্লাহ বাবুনগরী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদলেও ধর্ষণ থেকে রেহাই পাননি সুদানি নারী ৬ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী হাসান

ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি ১২-১৪ জানুয়ারি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে গেন্ডাারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হবে। 

মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মহাসম্মেলনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, সৌদি আরবের প্রথিতযশা বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুছ বলেন, ইলমে দ্বীনকে মহিমান্বিত করেছেন আল্লাহ তাআলা, আর আলেমরা দ্বীনের দীপশিখা প্রজ্বলিত রেখেছেন। নবীকুল সরদার হযরত মুহাম্মাদ (সা.) ও তাঁর সাহাবায়ে কিরামের ওপর অফুরন্ত দরূদ ও সালাম বর্ষিত হোক। 

অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে জামিয়া কর্তৃপক্ষ সকলের আন্তরিক দোয়া, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। পাশাপাশি জামিয়ার আবনা ও ফুজালায়ে কেরামকে www.abnaefaridabad.com ওয়েবসাইট থেকে যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ২১ ও ২২ নভেম্বর এই সম্মেলন হওয়ার কথা জানানো হয়েছিল। তবে সার্বিক দিক বিবেচনা করে এই তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, ১৩৭৫ হিজরি মোতাবেক ১৯৫৬ সালে মুজাহিদে আজম মাওলানা শামছুল হক ফরিদপুরী (ছদর সাহেব হুজুর) মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। নামকরণ করেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর নামে। এ প্রতিষ্ঠানটির প্রথম মুরব্বি ও মুতাওয়াল্লি ছিলেন ছদর সাহেব নিজেই এবং মুহতামিম ছিলেন সহপাঠী মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ১৯৭৮ সালে প্রতিষ্ঠা লাভ করে এই মাদরাসায় এবং প্রতিষ্ঠাকাল থেকে প্রায় একযুগ বেফাকের প্রধান কার্যালয়ও ছিল এখানে। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ