সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশ কীভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর: সিইসি গণভোটের বিষয়ে দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার  ইরানে ভয়াবহ খরা, তীব্র পানি সংকটের আশঙ্কা তেহরানে  পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিলো জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দল এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান নতুন প্রজন্মের জন্য 'ধূমপান' সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ জামায়াত ক্ষমতায় আসলে কওমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না: মহিবুল্লাহ বাবুনগরী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদলেও ধর্ষণ থেকে রেহাই পাননি সুদানি নারী ৬ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী হাসান

ভোট গণনায় কারচুপির অভিযোগ দুই প্রার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে তারা এ অভিযোগ করেন এবং গণনা প্রক্রিয়া সরাসরি দেখার দাবি জানান। তবে প্রশাসন তাদের এ সুযোগ দেয়নি।

অভিযোগ তোলার সময় টিএসসি কেন্দ্রের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম। এছাড়া ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

তারা অভিযোগ করেন, টিএসসি কেন্দ্রে ভোট গণনা প্রদর্শনের জন্য স্থাপন করা এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছিল না। ফলে তারা ভেতরে গিয়ে সরাসরি দেখতে চান, কিন্তু প্রশাসন তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়। প্রায় আধা ঘণ্টা অবস্থান করার পর ভেতরে ঢুকতে না পেরে তারা টিএসসি থেকে মিছিল নিয়ে সিনেট ভবনের দিকে যান। এ সময় তাদেরকে স্লোগান দিতে শোনা যায়— “ভোট চোর ভোট চোর, জামায়াত শিবির ভোট চোর।”

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “আমরা শুনেছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোট গণনা দেখছেন। কিন্তু আমরা কেন পারব না? তাহলে আমরা কীভাবে প্রশাসনের ওপর আস্থা রাখব? বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে। প্রশাসন আসলে কী করতে চাইছে, সেটি আমরা বুঝতে পারছি না।”

এ সময় টিএসসি ভোটকেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি স্ক্রিনটি বন্ধ অবস্থায় ছিল। পরে রাত পৌনে আটটার দিকে সেটি চালু করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ