শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা কুমিল্লার নূর মসজিদ মাদরাসায় একাধিক শিক্ষক নিয়োগ পিআর পদ্ধতি জনতা না চাইলে আমরাও আর দাবী করবো না: শায়েখে চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় বিপর্যয় অনিবার্য: মহাসচিব 

শিবিরের পূরণ করা ব্যালট প্রসঙ্গে যা বললেন ফরহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসারকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার সময় ওই শিক্ষার্থীকে শিবিরের প্রার্থীদের পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগ ওঠে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে জানান, বিষয়টি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল—এমনটি অভিযোগকারী ভোটারও স্বীকার করেছেন। তবুও প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত পোলিং এজেন্টরা জানান, শুরুতে একজন ভোটারকে ভুলবশত ব্যালট পেপারের দুটি কপি দেওয়া হয়। তিনি দুটি ব্যালটই পূরণ করে একটি ব্যালট বাক্সে দেন এবং আরেকটি টেবিলে জমা রাখেন। পরে আরেক ভোটারকে সেই পূরণকৃত ব্যালট পেপার দেওয়া হলে তিনি তা ফেরত দেন। শেষ পর্যন্ত বিষয়টি সুষ্ঠুভাবেই সামাল দেওয়া হয়।

অভিযোগ ওঠা পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীও স্বীকার করেন যে ঘটনাটি অনিচ্ছাকৃত ভুলের কারণে ঘটেছে।

তবে শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন, জিয়াউর নামে ওই কর্মকর্তা সচেতনভাবেই পূরণকৃত ব্যালট বাক্সে দিয়েছেন এবং শিক্ষার্থীদেরও হাতে তুলে দিয়েছেন।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। এছাড়া ১৮টি হল সংসদের প্রতিটিতে ১৩টি করে পদে ভোট গ্রহণ হচ্ছে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। ফলে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে এবং এজন্য সময় থাকবে মাত্র ১০ মিনিট।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ