সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশ কীভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর: সিইসি গণভোটের বিষয়ে দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার  ইরানে ভয়াবহ খরা, তীব্র পানি সংকটের আশঙ্কা তেহরানে  পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিলো জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দল এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান নতুন প্রজন্মের জন্য 'ধূমপান' সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ জামায়াত ক্ষমতায় আসলে কওমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না: মহিবুল্লাহ বাবুনগরী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদলেও ধর্ষণ থেকে রেহাই পাননি সুদানি নারী ৬ মাসে হাফেজ হলেন ৯ বছর বয়সী হাসান

‘গাজার গণহত্যা তাকিয়ে তাকিয়ে দেখছি, আমরা কেমন মুসলমান!’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে মার্চ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) মার্চটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা এসময় ‘ফ্রম দ্যা রিভার টু দা সি, প্যালেস্টানি উইল বি ফ্রি, নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে, ইসরায়েলের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে প্রবাল নামে এক শিক্ষার্থী বলেন, এত মানুষ প্রতিদিন ফিলিস্তিনে মারা যাচ্ছে, অথচ আমরা চুপ করে বসে আছি। এখন পর্যন্ত মাত্র এক-চতুর্থাংশ মানুষ সেখানে বেঁচে আছে। এমন গণহত্যা চলতে থাকলে ফিলিস্তিন একসময় মানুষ ছাড়া একটি বধ্যভূমিতে পরিণত হবে। 

আমরা দেখতে পেয়েছি স্পেনসহ আরও ৪৪টি দেশ থেকে আমেরিকা-ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনের জন্য ত্রাণ পাঠিয়েছে। এর আগেও ত্রাণ পাঠানো হলেও আমেরিকা-ইসরায়েল সেই শিপগুলো (জাহাজ) ফিলিস্তিনে ঢুকতে বাধা দেয়। এই নেতানিয়াহু বর্তমান যুগের হিটলার। 

মেহেদী নামে এক শিক্ষার্থী বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি স্পেনের মাদ্রিদ থেকে ত্রাণবাহী জাহাজ পাঠানো হচ্ছে আর আমরা সেটা তাকিয়ে তাকিয়ে দেখছি। এমভাবে দেখছি মনে হয় আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব না, কিন্তু আমরা চাইলে সবাই মিলে তাদের জন্য সাহায্যে পাঠাতে পারি। আমাদের মধ্যে কোরআনের আয়াতগুলোর কোনো শিক্ষা নেই। যদি থাকতো তাহলে আমরা আমাদের নির্যাতিত ভাইদের পাশে দাঁড়াতাম। আমরা গাজার গণহত্যা তাকিয়ে তাকিয়ে দেখতাম না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ