রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

জাতীয়করণ না হওয়ায় হতাশায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা সরকারের দেওয়া জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সরকারি দফতর থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। 

রোববার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে শিক্ষক ঐক্যজোট সরকারের প্রতি দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানায়।

বক্তারা বলেন, ২০২৫ সালের ২৮ জানুয়ারি সরকার আশ্বস্ত করেছিল যে, পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করা হবে। তবে মন্ত্রণালয় অনুদানভুক্ত ১৫১৯টি মাদরাসার এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু করলেও তালিকা এখনো প্রকাশিত হয়নি। ফলে শিক্ষকরা হতাশাগ্রস্ত।

সংগঠন সরকারের কাছে দাবি জানিয়েছে—অনুদানভুক্ত অনলাইনে আবেদনকৃত সব প্রতিষ্ঠানের তালিকা দ্রুত প্রকাশ করা, অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি জারি করা এবং ২৮ জানুয়ারি ঘোষিত জাতীয়করণের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা। এছাড়া প্রাক-প্রাথমিক পদ সৃষ্টিসহ আলাদা মাদরাসা অধিদপ্তর স্থাপনের প্রয়োজনীয়তাও তারা উল্লেখ করেছেন।

সংগঠন সতর্ক করেছে, আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক মহাসমাবেশ, অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মাওলানা মো. সামছুল আলম, সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা মো. আল-আমিন। প্রধান অতিথি ছিলেন ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ