বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

পরীক্ষার প্রস্তুতির সঙ্গে বিশেষ তিনটি আমল করলে সফল হওয়া যাবে : বেফাক মহাসচিব 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

।।হাসান আল মাহমুদ।। 

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'প্রায় কওমি মাদরাসায় এখন ২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতির বিশেষ সময় 'খেয়ার' চলছে। এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ একজন তালিবুল ইলমের জন্য। তাই, কোনোভাবেই এই সময়টা নষ্ট করা যাবে না। প্রতিটি কিতাব পড়ার জন্য 'নিজামুল আওকাত' তৈরী করতে হবে। পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন করেই পরীক্ষার হলে যেতে হবে। শুধু পরীক্ষার প্রস্তুতি নিলেই হবে না, বরং পরীক্ষার প্রস্তুতির সঙ্গে বিশেষ তিনটি আমলও করতে হবে। যদি কেউ এই তিনটি আমল করে, তাহলে ইনশাআল্লাহ সে সফল হবেই।

সে তিনটি আমল হলো-

এক. পরীক্ষার প্রস্তুতির জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যাতে তিনি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার তাওফিক দেন। 

দুই. পরীক্ষা ভালো ও সুস্থতার সাথে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা।

তিন. পরীক্ষায় সফল হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা।

আজ ৯ বৃহস্পতিবার (নভেম্বর)  বিকাল ৪টায় মিরপুর-১১ অবস্থিত জামিয়া হুসাইনিয়া দারুল আরকামে অনুষ্ঠিত এক দরস প্রোগ্রামে তিনি ছাত্রদের ২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এই কথাগুলো বলেন।

মাদরাসাটির মুহতামিম মুফতি মাহবুবুর রহমান কাসেমীর সভাপতিত্বে দরস প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক মাওলানা ইন'আমুল হাসান ফারুকী, বায়তুল মা'মূর মাদরাসা মিরপুর-১১ ঢাকা'র শিক্ষক মুফতি নুরুল ইসলাম কাসেমি, মুফতি আসাদুল্লাহ, মুফতি হাসান আল মাহমুদ সহ মিরপুরের বিভিন্ন মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমামগণ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ