শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মডেল ও আধুনিক ঢাকা-৫ গড়ার অঙ্গীকার হাতপাখার প্রার্থীর ঝিনাইদহে আলেম-ওলামার সঙ্গে বিএনপির মতবিনিময় আর কোনো দায়িত্ব নেব না, এটাই শেষ: ধর্ম উপদেষ্টা মাওলানা ওমর ফারুক সন্দ্বীপী হাসপাতালে, দোয়া কামনা মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক নেতা ও অনেক আলেম-ওলামার মৃত্যুদণ্ড মিথ্যা মামলায় দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যুক্তরাজ্যে মসজিদ ও মুসলিমদের নিরাপত্তায় ১৪ কোটি টাকার বিশেষ তহবিল হেফাজতে ইসলাম ইতালি শাখার নতুন কমিটি ঘোষণা শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহি জোড় ১ নভেম্বর গাজায় নতুন বেসামরিক প্রধান হিসেবে স্টিভ ফ্যাগিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র

শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহি জোড় ১ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন বিন সাবের আলী

শরীয়তপুরের খানকায়ে হাফেজ্জী হুজুর রহ. নশাসন -এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলাহি জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১ নভেম্বর শনিবার।

শরীয়তপুরের নড়িয়ার নশাসনে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এই জোড় অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে আসর পর্যন্ত চলবে কার্যক্রম। ইফতিতাহি বয়ান ও মুজাকারার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে  জিকিরের আমল, তাসাউফের মুজাকারা, নামাজের আমলি মাশক, সুরা-কেরাত এবং দোয়া-মাসায়েলের তালিমের আমল চলতে থাকবে। আখেরি দোয়ার মাধ্যমে মাগরিবের আগেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

মহতি এই ইসলাহি মাহফিলটির পুরো আয়োজনে সভাপতিত্ব করবেন খানকায়ে হাফেজ্জী হুজুর রহ. নশাসন -এর নাজেম, সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া মাদরাসার নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, মুসলিহে উম্মাহ আল্লামা মুফতি আব্দুল বারী রহ.- এর সুদীর্ঘকালের সোহবতপ্রাপ্ত ও খলিফা, শায়খে যাত্রাবাড়ী মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের বিশিষ্ট খলিফা, পীরে কামেল আল্লামা শাহ মুহাম্মদ কামাল উদ্দিন কাসেমী।

ইসলাহি জোড়ে নসিহত পেশ করবেন শরীয়তপুর জেলার আহলে নিসবত স্থানীয় উলামায়ে কেরামসহ দেশবরেণ্য ওলামা ও মাশায়েখরা।

উক্ত ইসলাহি জোড়ে সারা দেশবাসীকে সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন খানকার নাজেম। ইসলাহি জোড়কে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভরপুর সফলতা দান করেন এবং এর এন্তেজামে প্রয়োজনীয় সবকিছু যেন মহান রব গায়েবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন, সেজন্য সবার কাছে তিনি বিনীত দোয়ার আবেদন করেছেন।

সার্বিক যোগাযোগ :

০১৬৭২-৯১৫৭৫৬ (মুহতারাম নাযেম সাহেব দা. বা.)

০১৯৩৪-৮২৬৪৭৫ (ইবরাহিম খলীল শরিয়তপুরী)

০১৯৩৩-৫৮১৮০০ (আল আমীন বিন সাবের আলী)

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ