শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক সপ্তাহ ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক আব্দুল কাদের ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসকন নিষিদ্ধের কোনো বিকল্প নেই’ মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার নতুন মানবণ্টন নিজের মুসলিম পরিচয়ে দৃঢ় অবস্থান মামদানির আজ বাজিতপুর যাচ্ছেন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক

ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,

বাংলাদেশে সম্প্রতি ইসকন কর্তৃক পরিচালিত খুন, গুম এবং মুসলমানদের উপর নির্যাতন ও প্ররোচণামূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ বাংলাদেশে ইসকন সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুম্মা ভাঙ্গা ঈদগা মসজিদ প্রাঙ্গন থেকে শুরু করে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা উপজেলা চত্তরে গিয়ে এ বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

ঈদগাহ জামে মসজিদে জুম্মার নামাজে আগত স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসুল্লিগণ এতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাঙ্গায় সাবেক নেতৃত্বদানকারী ওসমান গনি আকাশ, মাজহারুল ইসলাম ও মো. লিওন মোল্লা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘ইসকনের নামে দেশে যে ধরনের গুম, খুন এবং উসকানিমূলক ও বিদ্বেষপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্বদানকারী ওসমান গনি আকাশ বলেন, “আমরা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, দেশের সব মসজিদের সম্মানিত ইমাম ও খতিবদের প্রতি আমাদের অনুরোধ— "জুমার খুতবায় যেন মুসল্লিদের সামনে ইসকন কর্তৃক পরিচালিত এই সন্ত্রাস ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়, যাতে মানুষ সত্যটি জানতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে।”

বক্তাগণ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার্থে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন একের পর এক উসকানিমূলক ও ঘৃণাবাদী জঙ্গি কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।”

দেশ ও দেশের কল্যাণে মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি করা হয়।

মিছিল ও সমাবেশ চলাকালীন সময়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন তার সঙ্গীয় ফোর্স সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষার্থে তৎপর ও ডিউটি পালন করতে দেখা যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ