বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

ফরিদপুরে ধর্ষণের দায়ে আসামির আমৃত্যু কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে আসামি মো. ইসমাইল শেখকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় দেন।
একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সেই অর্থ আদায় করে জেলা কালেক্টরকে ভুক্তভোগী নারীকে দিতে রায়ে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন আদালত। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আসামি মো. ইসমাইল শেখ ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়া পাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২২ সালের ১ আগস্ট ওই ধর্ষণের ঘটনা ঘটে। এলাকায় সালিশ বৈঠকে আসামি ইসমাইল ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। দোষী সাব্যস্ত হলে সে সালিশ বৈঠক থেকে কৌশলে পালিয়ে যান।

পরে ভুক্তভোগী ২০২৩ সালের ৬ জুন বিকেলে নিজ বাড়িতে মৃত সন্তান জন্ম দেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ নবজাতকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত ও ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনায় মেয়েটির মা ফরিদপুর কোতোয়ালি থানায় ২০২৩ সালের ৯ জুন একটি ধর্ষণ মামলা করেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, আসামি ইসমাইলকে ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা কালেক্টর আসামির জমি-জমা বিক্রি করে ভুক্তভোগীকে অর্থদণ্ডের টাকা প্রদান করবেন।

তিনি বলেন, আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি।

. এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ