গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীর খোঁজ মিলছে না।
বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এর আগে তাকে বেশ কয়েকটি উড়ো চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়। ফলে ঘটনাটি দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ বলেন, তিনিজুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেওয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন।
একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন। বেলা ১১টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা থাকলেও সোয়া ১১টার পর মোবাইলটি বন্ধ পাওয়া যায়। আমাদের সন্দেহ হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকনের দুর্বৃত্ত্বরা তাকে অপহরণ করে থাকতে পারে।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর সন্ধানে তার মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।
এনএইচ/