ঢাকাস্থ বাজিতপুর নিকলী উলামা পরিষদের মতবিনিময় সভা মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রামপুরার শায়েখ জাকারিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালুল কুরআন মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মুজিবুর রহমান।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের এই দুই উপজেলার মসজিদভিত্তিক মকতবের পরিচর্যা, মাদরাসার ছাত্রছাত্রীদেন জন্য শিক্ষাবৃত্তি চালু, তরুণ আলেমদের কর্মসংস্থানের ব্যবস্থা, বেফাকের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার, মাদরাসা শিক্ষার মান উন্নয়নসহ নানামুখী কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় গুরুত্বপূর্ণ মতামত দেন রাজধানীর চৌধুরী পাড়ার শেখ জনূরুদ্দীন রহ দারুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী, তেজগাঁও মাদরাসার মুহাদ্দিন মাওলানা লিয়াকত আলী মাসউদ, জামেয়া শেখ জাকারিয়ার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, পীরজঙ্গী মাদরাসার নাজেমে তালিমাত মাওলানা আবু নাঈম, আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, জামিয়া ইসলকমিয়া ঢাকার সহাকারী মুফতি সুহাইল আবদুল কাইয়ুম, মারকাযুল মায়ারিফ আল ইসলামিয়ার নাজেমে তালিমাত মুফতি সানাউল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভায় গঠনতন্ত্র প্রণয়নে ৫ সদস্যের সাব কমিটি গঠন করা হয়। এছাড়া আগামী ৪ নভেম্বর ভাগলপুরের জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম মাদরাসায় স্থানীয় আলেম উলামা, মাদরাসা শিক্ষক, ইমাম খতিবদের সঙ্গে মতবিনিময় সভার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা সেবা ও দাওয়ার নানামুখী উদ্যোগ নিয়ে কাজ করবে এই সংগঠন। সংগঠনের রূপরেখা তৈরি ও প্রস্তুতকালে আরও দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। দুটি সভার সভাপতি ছিলেন চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ দারুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম ও মসজিদ ই নূরের খতিব মাওলানা খুরশীদ আলম কাসেমী।
বৈঠক আরও উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম উসমানী, মাওলানা আখতারুজ্জামান হাফেজ্জি, মাওলানা আবু রায়হান মোল্লা, মাওলানা আবদুল্লাহ রাফি, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা ম. কাউসার আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা খায়রুল ইসলাম, হুমায়ুন কবির, মাওলানা নাজমুল হাসান সাকিব, আবদুল গাফ্ফার, মাওলানা রেজাউল করিম, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা যুবাইর সাদী, আবুল হাশিম কাসেমী প্রমুখ।
এলএইস/