গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া পলিটেকনিক কলেজের শিক্ষার্থী কর্তৃক ধর্ম অবমাননার বিষয়ে করণীয় শীর্ষক এক বৈঠক রোববার (১৯ অক্টোবর) গওহরডাঙ্গা মাদরাসায় অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন।
বৈঠকে গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল্লাহ, সহসভাপতি মাওলানা নুরুল হক, গওহরডাঙ্গা মাদরাসার শায়খুল হাদিস ও মজলিসে খাসের সদস্য মাওলানা আব্দুস সালাম, গওহরডাঙ্গা মাদরাসার নাজেমে তা'লীমাত মুফতি নুরুল ইসলাম, বড়গুনি মাদরাসা, চিতলমারীর মাওলানা আলী আহমাদ, বোর্ডের দফতর সম্পাদক মাওলানা রেজাউল হক, মোল্লাহাট ফেরিঘাট মাদরাসার মুহতামিম মুফতি মোস্তফা কাসেম, গোপালগঞ্জ সদরের মুসলিম এতিমখানা মাদরাসার মুহতামিম মাওলানা রবিউল ইসলাম, দারুল উলূম চরসোনাকুর মাদরাসার মুহতামিম মুফতি মুঈনুদ্দিন, কংশুর মাদরাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দন, গোবরা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি হারুনুর রশিদ, কোটালীপাড়ার কুরপালা মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান শামিম, হিরন মাদরাসার মাওলানা মিরাজুল ইসলাম, নড়াগাতী থানার পহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা ঝিনাত আলী, গওহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস মুফতি মাকসূদুল হক, টুঙ্গিপাড়ার বর্ণী মাদরাসার মাওলানা এমদাদ, কুশলি মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম, মাওলানা আনিচুর রহমান, পাচকাহনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া পলিটেকনিক কলেজের শিক্ষার্থী কর্তৃক ধর্ম অবমাননাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আল্লাহ, রাসুল সা., পর্দা, ইসলাম ও শরিয়াতের বিভিন্ন বিষয়ে কটূক্তির প্রতিবাদে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উক্ত মজলিসে আগামী ২২/১০/২০২৫ রোজ বুধবার গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গওহরডাঙ্গা শিক্ষাবোর্ডের তত্ত্বাবধায়নে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের আহ্বানে বোর্ডের একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে প্রতিনিধি গণ গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া পলিটেকনিক কলেজের শিক্ষার্থী কতৃক ধর্ম অবমাননার বিষয়ে তাদের ক্ষোভ, আশঙ্কা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক অত্যন্ত গুরুত্বের সাথে মনযোগ দিয়ে সকল কথা শোনেন এবং তিনি প্রসাশনের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে অবগত করে বলেন– আমরা ইতিমধ্যে অপরাধীকে গ্রেফতার করেছি এবং তার নামে শক্ত ধারায় মামলা করা হয়েছে । আমরা অনুরোধ করেছি অপরাধী যেন কোনভাবেই জামিন না পান। তাছাড়া ঐ কলেজ থেকে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমরা এ ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। ধর্মীয় বিষয়ে কেউ কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। তিনি সকল মুরুব্বিদের শুকরিয়া আদায় করেন এবং জনগণকে আশ্বস্ত করার জন্য অনুরোধ করেন।
জেলা প্রশাসকের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপের আশ্বাস পাওয়ার পর গওহরডাঙ্গা শিক্ষাবোর্ডের মুরব্বিদের মশওয়ারার ভিত্তিতে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আপাতত মওকুফ রাখা হয়েছে। আমাদের মুরুব্বিগণ বিষয়টি পর্যবেক্ষণ করবেন। যদি প্রসাশনের সন্তোষজনক পদক্ষেপ পরিলক্ষিত না হয় তাহলে মুরুব্বিদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
এনএইচ/