বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে: পীর সাহেব চরমোনাই ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায় কেরামের বিকল্প নেই: শায়খে চরমোনাই গোপালগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা তফসিল: বিটিভি ও বেতারে রেকর্ড হলো সিইসির ভাষণ

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে আলেমরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে ফের উত্তাল কুমিল্লার রাজপথ। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলাকে নিয়ে বৃহত্তর কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে নেমে এসেছে কুমিল্লার হাজার হাজার মানুষ।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা থেকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে জড়ো হন কুমিল্লা জেলার সকল শ্রেণী পেশার মানুষ। এ সময় সমাবেশের প্রতি একাত্মতা পোষণ করে মুফতি শামসুল ইসলাম জিলানীর নেতৃত্বে বিশাল বড় বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন।

'দফা-দাবি একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই' এই স্লোগানকে ধারণ করে সমাবেশের ডাক দেওয়া হয়।

এ সময় সমাবেশে অংশগ্রহণ করেন কওমি মাদরাসা সংগঠন কুমিল্লা মহানগর শাখা'র সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী ,কুমিল্লা মহানগর কওমী মাদরাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী , রানিবাজার মাদরাসার  শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম ,কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা জামিল আহমদ আশরাফি ,কুমিল্লা ৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন , কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু, মহানগর বিএনপির সেক্রেটারি ইউসুফ মোল্লা টিপু , কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ইসলামী আন্দোলন নেতা মাওলানা নূর হোসাইন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার প্রাচীন সভ্যতা এবং ঐতিহাসিক সকল নিদর্শনের সদর দপ্তর। এখানে মাটি খুঁড়লেই হাজার হাজার বছরের ইতিহাস ভেসে ওঠে। সমতট অঞ্চলের রাজধানী এই কুমিল্লায় সবকিছুতেই প্রসিদ্ধ। একটি বিভাগের সকল দপ্তর এখানে রয়েছে। ৬টি জেলার আঞ্চলিক দপ্তরগুলো সব কুমিল্লায়। কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা আমাদের সঙ্গে প্রতারণা। কুমিল্লা বিভাগ হওয়া আমাদের ন্যায্য অধিকার।  তাই অতিদ্রুত সময়ের ভিতরে কুমিল্লার নামেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা দিতে হবে। নয়তো দুর্বার আন্দোলন কুমিল্লাবাসী রাজপথ দখলে রাখবে। প্রয়োজনে ঢাকা চট্টগ্রাম রোড অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য শুক্রবার (১০ অক্টোবর) পূবালী চত্বরে আয়োজিত এক মহাসমাবেশে জেলার ১৭টি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একই দাবিতে অংশ করেছিল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ