শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :

চট্টগ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য তারেক রহমানের আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ১১ পরিবারের মাঝে দুই লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) উপজেলার মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপির সদস্য চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী জিয়াদ আমিন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে ২০ হাজার করে টাকা প্রদান করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা জেডএ খানের ছেলে। 

এ সময় জিয়াদ আমিন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুষের পাশে রয়েছেন। তিনি দেশের সব খোঁজখবর রাখছেন। মানুষ মানুষের জন্য, তাই এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোই আমার নৈতিক দায়িত্ব। যতটুকু সম্ভব ১১ পরিবারে আর্থিক সহযোগিতা করা হয়েছে, তাদের আরও সহযোগিতা করা হবে।  

অগ্নিকাণ্ডের শিকার হওয়া জসিমউদ্দিন বলেন, আগুনে পুড়ে আমাদের সব স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে। ১১ পরিবারের ঘর ছিল,সব ছাই হয়ে গেছে। কেউ একবার খবরও নেয় নেই। বিএনপির লোকজন এসে খোঁজখবর নিয়ে সান্ত্বনা দিয়েছে। নেতাকর্মীরা তারেক রহমানের কথা বলে নগদ অর্থ সহযোগিতা দিয়ে গেছেন। আমরা এতে কৃতজ্ঞ তাদের প্রতি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা জুয়েল ও ফরহাদ, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সভাপতি হোসেন মাসুমসহ  বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ