শায়খে যাত্রাবাড়ী হজরতুল আল্লাম মাহমুদুল হাসানের খোলাফাদের বার্ষিক ইজতেমা আগামী শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় (যাত্রাবাড়ী বড় মাদরাসা) এই ইজতেমা সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সারাদেশ থেকে হজরতের খোলাফাগণ এই ইজতেমায় আগমন করবেন। তাদের উদ্দেশে শায়খে যাত্রাবাড়ী বিশেষ নসিহত এবং আগামী দিনের করণীয় সম্পর্কে রাহনুমায়ি করবেন।
হজরতুল আল্লামা মাহমুদুল হাসান শায়খে যাত্রাবাড়ী বর্তমানে দেশের আলেমদের মুরব্বি হিসেবে সর্বজন শ্রদ্ধেয়। তিনি কওমি মাদরাসার সম্মিলিত বোর্ড আল-হাইয়্যাতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি। যাত্রাবাড়ী বড় মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস এবং গুলশান আজাদ মসজিদের খতিব। তিনি মজলিসে দাওয়াতুল হকের আমিরুল ওমারা। এছাড়াও দেশের বিভিন্ন দীনি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও মুরব্বি। সারাদেশেই তাঁর ভক্ত-মুহিব্বিন ও মুতায়াল্লিকিন রয়েছেন।
এনএইচ/