শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭


খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারানো বাস উল্টে যাওয়ায় ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ির মাটিরাঙা এলাকায় শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুইজন নিহত এবং দশজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি-মাটিরাঙা আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রাঙামাটি জেলার বাঘাইহাট থেকে ছেড়ে আসা বাসটি সাপমারা এলাকায় পুলিশ চেকপোস্টের পর পাহাড়ের ঢালু পথ ধরে নামার সময় চাকা ব্লাস্ট হয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে বলে বাসের যাত্রীরা জানান।

মাটিরাঙা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন।

নিহতরা হলেন- দীঘিনালা কলাখালী মুসলিমপাড়া এলাকার প্রয়াত আব্দুল করিমের ছেলে আবদুর রাজ্জাক (৭২) ও চৌধুরীপাড়া এলাকার বিন্দু চাকমার ছেলে অনিল চাকমা (৩২)।

নিহতের স্ত্রী মমতাজ বেগম জানান, তার স্বামী চট্টগ্রামের উদ্দেশ্যে দীঘিনালা থেকে শান্তি পরিবহন উঠে। শান্তি পরিবহনের গাড়িগুলো বেশিরভাগ পুরোনো। হয়তো গাড়িটি যদি ঠিকভাবে দেখা হতো তাহলে চাকার ত্রুটি সারানো যেতো।

খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সা. সম্পাদক রোকন চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেছেন, সংগঠনের পক্ষ থেকেও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। নিহত-আহতদের জন্য সমিতির নিয়মে পাশে দাঁড়ানো হবে।

সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসে। বাসটি সাপমারা এলাকায় পুলিশ চেকপোস্টের পর পাহাড়ের ঢালু পথ ধরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ