শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

কালো ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন আকাশ, একের পর এক বিস্ফোরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুরো ভবন অগ্নিগর্ভ হয়ে গেছে। ধোঁয়ার কুণ্ডলিতে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কেমিক্যাল থাকার কারণে কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে বিস্ফোরণের বিকট শব্দ। কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী। বর্তমানে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন দেখতে উৎসুক জনতা ভবনটির আশপাশে ভিড় করছেন। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে ৯ তলাবিশিষ্ট কারখানার সপ্তমতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, সিইপিজেডের ৫ নম্বর রোডে অবস্থিত ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে একটি কারখানার সপ্তমতলায় আগুনের সূত্রপাত হয়। এটি দেশি-বিদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। 

সরেজমিন রাত সাড়ে ৭টায় ঘটনাস্থলে দেখা যায়, আগুন উপর থেকে নিচ পর্যন্ত কারখানার প্রতিটি ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। ধোঁয়ার কুণ্ডলিতে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কেমিক্যাল থাকার কারণে কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ।

বিভিন্ন সূত্রে জানা যায়, ওই কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রায় সব শ্রমিকই নেমে যেতে সক্ষম হন। তাই এ পর্যন্ত হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা ওই কারখানার আগুনে নিয়ন্ত্রণের পাশপাশি আশপাশের কোনো কারখানায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছিলেন।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, তাদের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না। কোনো হতাহতের খবরও নেই। এছাড়া আগুন নেভানোর কাজে সহযোগিতা করছে নৌবাহিনীর ৬টি ইউনিট। বিমানবাহিনীর ফায়ার সার্ভিসের ইউনিটও কাজ করছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ