বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৩ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

ইসলাম অবমাননায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলাম ধর্মের ফরজ বিষয় নিয়ে কটাক্ষ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনয় রায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মো. রাসেলকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, আর তনয় রায়কে বহিষ্কার করা হয়েছে দুই বছরের জন্য। শিক্ষার্থীদের লিখিত অভিযোগ এবং তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, গত ৫ আগস্ট থেকে মো. রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে 'জুলাই আন্দোলন' নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করতে থাকেন। এ ছাড়াও, তিনি ইসলাম ধর্মের বিভিন্ন বিধান, আল্লাহ, কুরআনের আয়াত, ইবাদত এবং আলেম সমাজ নিয়ে একাধিকবার অবমাননাকর পোস্ট করেন। তিনি জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের ‘লাল গেঞ্জি’ বলেও কটাক্ষ করেন এবং মুসলমানদের ধর্মীয় ফরজ বিধান ‘জিহাদ’ নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।

একই ব্যাচের শিক্ষার্থী তনয় রায়ের বিরুদ্ধেও ইসলাম ধর্মের ফরজ বিধান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয় যে, মো. রাসেল একটি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকতে পারেন।

ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে আঘাত হানার অভিযোগে নেওয়া এই পদক্ষেপকে শিক্ষার্থীদের অনেকেই স্বাগত জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ