কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসা ও এতিমখানার ৫২তম বার্ষিক সভা আগামী ২ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সভাকে সফল করার লক্ষ্যে প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুমের কার্যনির্বাহী কমিটির জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ) বিকেলে মাদরাসা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন, মাদরাসার মুহতামিম ও পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, মাদ্রাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুফতি দেলাওয়ার হোছাইন, সংগঠনের সহ-সভাপতি হাফেজ জাহেদ কলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু নাছের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আছেম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, সহ-অর্থ সম্পাদক মাওলানা হাফেজ শহীদুল্লাহ, দফতর সম্পাদক মাওলানা মুফতি ইয়াকুব হোছাইন, সহ-দফতর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, নির্বাহী সদস্য হাফেজ বশির আহমদ, মাওলানা সিরাজুল মোস্তফা প্রমুখ।
পরামর্শ সভায় এ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক আত্মার বন্ধন অটুট রাখার মাধ্যমে দাওয়াতে দ্বীনের বিকাশধারায় অগ্রণী ভূমিকা পালনের প্রতি তাগিদারোপ করা হয়। সেই সাথে বার্ষিক সভা উপলক্ষে সার্বিক সহযোগিতা প্রদান ও প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ আয়োজনসহ গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, "প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুম মাদ্রাসা" ২০১০ সালে প্রতিষ্ঠা লাভ করে। ২০২৩ সালে মাদ্রাসার ৫০ বছর পূর্তির শুভ সন্ধিক্ষণে আবনায়ে আজিজুল উলুম প্রীতি সম্মেলন (প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ) আয়োজনকে কেন্দ্র করে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপ লাভ করে। গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে এ সংগঠনের গতিধারা তরান্বিত হচ্ছে আশানুরূপভাবে।
এলএইস/