বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

কুমিল্লায় মসজিদের সিঁড়িঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবিদ্বারে মসজিদের মিনারের সিঁড়ি ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বশির (৩০) নামে এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) বেলা সোয়া ২টায় নারায়নপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ঈমাম মাওলানা ওয়ালিউল্লাহ মসজিদের মাইক ঠিক করতে সিড়ি বেয়ে উপরে উঠার সময় চালার সাথে ঝুলন্ত লাশ দেখতে পান।

নিহত যুবক বশির (৩০) উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের (মধ্যপাড়ার) মৃত রানার আব্দুল হাকিমের ছেলে। 
স্থানীয়রা জানান, বশির ওমান প্রবাসী, প্রায় ৩ মাস পূর্বে ছুটি কাটাতে দেশে আসেন। পরিবারে তার অসুস্থ মা রোকেয়া বেগম(৭০), স্ত্রী মিতু বেগম(২০), এবং আড়াই বছরের একটি পুত্র সন্তান ওবায়দুল্লাহ রয়েছে। 

ওয়াহেদপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আলী জগর জানান, দুপুর অনুমান ১২টার সময় তিনি বশিরকে মসজিদের সামনে ঘুরাঘুরি করতে দেখেন।

নারায়নপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ঈমাম মাওলানা ওয়ালিউল্লাহ জানান, দুপুর সোয়া ১২টায় জোহরের নামাজ পড়তে মসজিদের তালা খুলেন, আজান এবং নামাজ শেষে মাইকের সমস্যা দেখার জন্য উপরে উঠার পর সিড়িকোটার চালার সাথে ঝুলন্ত ওই প্রবাসীর মরদেহ দেখতে পেয়ে সাথে সাথে পরিবারের সদস্যদের খবর দেন। 

সংবাদ পেয়ে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাঈনুদ্দীন’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন। 

এ ব্যাপারে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন ইত্তেফাককে জানান, অপমৃত্যু  মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারন জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যাজনিত কারনে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ