বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ।। ১৪ মাঘ ১৪৩২ ।। ৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুর-২: প্রভাবশালী আলেম কতটা প্রভাব ফেলতে পারবেন ভোটের বাক্সে? আমাদের ওপর আঘাত এলে এবার পাল্টা আঘাত হবে, চট্টগ্রাম-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলায় স্বেচ্ছা অংশগ্রহণ কাতাইব হিজবুল্লাহর শিগগিরই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ ৩১ জানুয়ারি ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা টেকনাফে সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

৫ দিনের বইমেলা সফল করার আহ্বান ফেনী সাহিত্য ফোরামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২ থেকে ৬ ডিসেম্বর ২০২৫ পাঁচ দিনব্যাপী ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিতব্য ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে বইমেলা সফল করতে রোববার (১২ অক্টোবর) বিকেলে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ফেনী সাহিত্য ফোরামের আহ্বায়ক কাজী সেকান্দর।

এসময় উপস্থিত ছিলেন ফেনী সাহিত্য ফোরামের সদস্য সচিব মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, সদস্য মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, নুর মোহাম্মদ বিন গাজী, ইয়াছিন ও জিয়াউর রহমান  প্রমুখ।

লিখিত বক্তব্য আয়োজকরা জানান, ইতোমধ্যে জেলা প্রশাসকসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করে ফেনী বইমেলার অনুমোদন নেওয়া হয়েছে। এখন চলছে প্রস্তুতি। 

তারা আরও বলেন, ফেনী সাহিত্য ফোরাম মননশীল বুদ্ধিভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাহিত্য, সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। যুব সমাজ ও সকল শ্রেণিকে বইমুখী করার পাশাপাশি বই পাঠের বিস্তৃত পরিসরের আবহ তৈরি করা। যার মাধ্যমে সমাজ ও দেশকে চিন্তা-চেতনা ও বুদ্ধিভিত্তিকভাবে এগিয়ে নেয়া। ভাষা ও সাহিত্যের প্রসার ও বিশুদ্ধ জাতি গঠন করা। এ অবক্ষয়ের যুগে অবক্ষয় ও ক্ষহিষ্ণু মুখী জাতিকে মানুষের সঠিক বন্ধু বইর দিকে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা। আমরা যখন বই থেকে দূরে সরে গেছি, আমাদের দিকে ধেয়ে এসেছে অবক্ষয়ের প্রলয়। এই জাতি ঘুরে দাঁড়াতে চাইলে অমাদের আবার ফিরে যেতে হবে বইয়ের কাছে।

তারা বলেন, ফেনী অঞ্চলের সর্বসাধারণের সাথে বইয়ের সেতুবন্ধন ও পরিচিতি করে দেয়ার লক্ষ্যে বই পড়ে জাগ্রত হোক বোধ অবক্ষয় হোক রোধ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ফেনী সাহিত্য ফোরাম, আয়োজন করেছে, ফেনী বইমেলা।  ফেনীবাসীসহ সবার সহযোগিতা নিয়ে প্রতি বছর এ আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

ফেনী বইমেলায় প্রায় ৩০টি স্টল থাকবে। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান বই মেলায় অংশগ্রহণ করবে। ঢাকাসহ সারা দেশ থেকে যেকোনো সৃজনশীল প্রকাশনী অংশগ্রহণ করতে পারবে। তবে রাষ্ট্র ও ধর্মবিরোধী কোনো বই বা এমন কোনো বইয়ের প্রকাশক মেলায় অংশগ্রহণ করতে পারবে না। মেলায় একটি স্টেজ থাকবে, যাতে প্রতিদিন বিকালে সাহিত্য সভা, কবিতা আবৃতি, আলোচনা সভা সাথে সন্ধ্যায় থাকবে সংস্কৃতি অনুষ্ঠান, সংগীত ও কাওয়ালী সন্ধ্যা।

থাকবে মহিলা কর্নার, যেখানে মহিলাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা থাকবে। লেখক কর্নার, যেখানে লেখকরা পাঠকদের সাথে আড্ডা, গল্প করবেন, সাক্ষাৎকার ও অটোগ্রাফ দেবেন। আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে স্টল বরাদ্দ। এ সময় সীমার মধ্যে প্রকাশকের নাম, ঠিকানা ও প্রকাশকের স্বত্বাধিকারীর নাম, ঠিকানা, ছবি এবং বিক্রয় প্রতিনিধির নামা, ঠিকানা ও ছবি আমাদের ঠিকানায় বা নির্দিষ্ট এ হোয়াটসঅ্যাপ ০১৮১৩৭১০৬৩৮ নাম্বারে পাঠাতে হবে। অথবা এ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ